১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের পক্ষ থেকে রাখি বন্ধন

নিজস্ব সংবাদদাতা :মা সর্ব মঙ্গলা মন্দিরে পূর্ব বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো মহা সমারোহে রাখী বন্ধন উৎসব, সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলে, উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান, শিক্ষাবিদ পরেশ চন্দ্র সরকার।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

অতিথি দের মধ্য ছিলেন ডক্টর সুশান্ত কুমার দাস,ডক্টর আবীর গুহ, কাউন্সিলর সুকৃতী হাজরা, শ্যামা প্রসাদ ব্যানার্জি, কবি সাহিত্যিক দেবেশ ঠাকুর, স্বপন হাজরা, প্রদীপ ব্যানার্জি।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই মুখার্জি, সমবেত সঙ্গীত ও একক সঙ্গীত পরিবেশন করা হয়, এক ঝাঁক শিল্পী দের মধ্য সঙ্গীত পরিবেশন করেন লিলি দাস, শুক্লা গাঙ্গুলি, মনিদিপা মজুমদার, মুক্তা রায়, রুবী আজমী, নেহা আজমী, করবি ঘোষ, সোমা ভট্টাচার্য, স্বাতী ব্যানার্জি, রিতা সাউ, চন্দ্রা বসাক, কাজল সাহা, মিতা মণ্ডল, যমুনা চ্যাটার্জি, রুমা গুহ, পূর্বাশা ভান্ডারী দে, চন্দনা সরকার, অনামিকা কনার, রাজলক্ষ্মী রায়, প্রীতি বিশ্বাস, রিংকু দে, মানসী মিত্র, সুমিত্রা ভট্টাচার্য,সবিতা চ্যাটার্জি, আবৃতি করেন অতিথি শিল্পী সঙ্গীতা চৌধুরী ও মধুমিতা পিরী, সুকৃতি হাজরা।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন রিতা ঘোষ, সমগ্র অনুষ্ঠান এর সহযোগিতা করেন মা সর্ব মঙ্গলা মন্দির কমিটির সম্পাদক আইনজীবী সঞ্জয় ঘোষ, অন্যান্য দের মধ্য ছিলেন অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, অনন্ত মণ্ডল, সুজিত চক্রবর্তী, দুরন্ত নাগ, সাংবাদিক উদিত সিংহ, আমিনুর রহমান, অপূর্ব দাস প্রমূখ।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

এই বিষয়ে সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী জানান, সাহিত্য পরিষদ দীর্ঘ পথ চলছে মানুষের ভালবাসাকে সঙ্গে নিয়ে এবং আগামী দিনেও মানুষকে সঙ্গে নিয়েই সাহিত্য পরিষদ এগিয়ে চলবে।

Advertisement