১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ অনুন্নত সমাজ : উত্তরণের উপায় উদার আকাশের গবেষণা গ্রন্থের আত্মপ্রকাশ

নূতন ভোরের প্রতিবেদন : সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ অনুন্নত সমাজ : উত্তরণের উপায় গবেষণা গ্রন্থটি রবিবার বেঙ্গল থিওসোফোকাল সোসাইটি হলে উদ্বোধন করলেন অধ্যাপক সুরঞ্জন মিদ্দে। বইটির লেখক অধ্যাপক মুহাম্মদ আফসার আলী, প্রিন্সিপাল, শাহিদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়। বইটি উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।

 

Advertisement

 

 

Advertisement

এদিন নতুন গতি” পত্রিকার বিশ্ব নবী (সা۔) দিবস অনুষ্ঠানেই বইপ্রকাশে উপস্থিত ছিলেন নতুন গতি পত্রিকার সম্পাদক ইমদাদুল হক নূর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল্লাহ শামীম, আইনবিদ মাসুদ করিম, লেখক এ টি এম রফিকুল সাহান, মৌলানা আকরাম খাঁ পুরস্কার প্রাপক বিশিষ্ট কলামিস্ট মহিউদ্দিন সরকার ও মুহাম্মদ আব্দুল হাই, লেখক আবু সাঈদ প্রমুখ।

Advertisement