১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সারেঙ্গা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির ব্যবস্থাপনায় পর্ণশ্রী এর উদ্যোগে কর্মসূচি

সঞ্জয় ঘটক :বাঁকুড়া জেলা জঙ্গল মহল সারেঙ্গা ব্লকের সারেঙ্গা রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো প্রান্তিক শিশু ও মহিলাদের শীতবস্ত্র ও মশারী বিতরণ অনুষ্টান । এই দিন সারেঙ্গা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির ব্যাবস্থাপনায় এবং পর্ণশ্রী ইযুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে প্রায় সাতশো জন প্রান্তিক শিশু ও মহিলাদের শীত বস্ত্র ও মশারী বিতরণ করা হয় । পাশাপাশি আগত মানুষজনদের মধ্যাহ্ন ভোজে খিচুড়ি রামকৃষ্ণ মন্দির কতৃপক্ষের তরফ থেকে খাওয়ানো হয় ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দের মহারাজ তদবোধানন্দ ,খাতড়া ডেপুটি ম্যাজিস্ট্রেট তরুণ মল্লিক, বাঁকুড়া সম্মিলোনি মেডিকেল কলেজ ও হাঁসপাতালের সুপারিটেন্ডেট ডাঃ সাহা,রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সভাপতি ডাঃ অরুণ কুমার ভট্টাচার্য্য, বিশিষ্ট সমাজ সেবী তারাশঙ্কর মহাপাত্র,পর্ণশ্রী ইযুথ সোস্যাইটির জেলা সেক্রেটারি রবিন দাস সহ বিশিষ্ট মানুষজন । এই দিন এই শিবিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিন বাবু জানান যে, সমাজে নিজে বেঁচে থাকাটাই একমাত্র লক্ষ্য হতে পারে না আমরা যখন বুঝলাম আমরা বেঁচে থাকার সঙ্গে সঙ্গে আরও কিছু মানুষের জন্যে যদি সামান্যতম সহযোগীতা করতে পারি সেই সহযোগিতাটা যদি স্বয়ং সম্পূর্ণ হয় তাতে সমাজ যদি একটু হলেও উপকৃত হয় সেই জন্য ১৯৯৬ সাল থেকে ধারাবাহিক ভাবে এই কাজ করে আসছি । রবিন বাবু এও বলেন যে আমরা প্রান্তিক শিশু ও মহিলাদের কে মশারী,কাপড়,লুঙ্গি, কম্বল ও মাস্ক বিতরণ করেছি । এই প্রসঙ্গে কাজল রুইদাস গৃহবধূ ও সিবানী দুলে জানান এই গুলি পেয়ে খুব ভালো লাগছে ,ওনাদের কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ।

Advertisement