১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বর্ধমান সাহিত্য পরিষদের মাসিক সভা

নিজস্ব সংবাদদাতা :বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে অনুষ্ঠিত হলো প্রথম মাসিক সাহিত্য সভা, বিকাল পাঁচ টা থেকে সন্ধ্যা সাড়ে সাত টা পর্যন্ত চলে সাহিত্যের আসর।

 

Advertisement

 

 

Advertisement

 

চল্লিশ জন কবি, লেখক, সাহিত্যিক, গানের শিল্পীরা অংশ নেন, সূচনা করেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, সাহিত্য নিয়ে আলোচনা ও গল্প পাঠে অংশ নেন কবি, সাহিত্যিক দেবেশ ঠাকুর, অধ্যাপক সুজিত চট্ট পাধ্যায়, অনন্ত মন্ডল, সাহিত্যিক নিখিল চক্রবর্তী, নিতাই মুখার্জি, সাংবাদিক উদিত সিংহ, অপূর্ব দাস, গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য, কবিতা পাঠে অংশ নেন তপন জ্যোতি চৌধুরী, লক্ষণ দাস ঠাকুর, শুক্লা গাঙ্গুলী, কাজল সাহা, মিতা মন্ডল, অশোক বর্মন, তাপস ভূষণ সেনগুপ্ত, রিঙ্কু দে, সন্দীপন গুপ্ত, সংগীত পরিবেশন করেন স্বাগতা বন্দ্যোপাধ্যায়, রুবি আজমী, দীপ্তি দাস, মোসুমী সাহা, সৌরেন ঘোষ, স্মৃতি কণা রায়, শুভশ্রী বোস প্রমুখ।

Advertisement