১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

প্যায়ারা নিউট্রেশন ওয়েলফেয়ার সোসাইটির কর্মসূচি

মান্টি ব্যানার্জি :আজ বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বড়বৈনানে টেরেসা মেমোরিয়াল হসপিটালের সঙ্গে মিলিত ভাবে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল।

 

Advertisement

 

 

Advertisement

২৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তারবাবুরা ঔষধ ও ডায়েটিশিয়ানরা পথ্যের পরামর্শ দেন।

উত্তম মোহন্ত,মঞ্জু অধিকারী জানান, এমন আয়োজনে আমরা ভীষন খুশী।এমন আয়োজন প্রতি গ্রামে হোক।আমরা সবাই ক্লাবের সম্পাদক শান্তুনু ঘোষ ও সভাপতি বরুন ঘোষ বলেন, ডাক্তার ও পুষ্টিবিদের এমন মেলবন্ধন সুস্থতার পথে সকলকে আর একধাপ এগিয়ে দেবে।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

উপস্থিত ছিলেন ডায়েটিশিয়ান লাবনী ভট্টাচার্য ও অরুনিমা লাহা।

সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান, ওষুধের সঙ্গে উপযুক্ত খাদ্য সুস্থতার হার অনেকাংশেই বাড়িয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে কেবল পথ্য দিয়েই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য ও সদস্যা সুদীপ দাস, অয়ন মাঝি, বিদ্যুৎ কোঙার, দ্যুতি কোঙার, ঐন্দ্রিলা সাধু খাঁ, স্বর্নশ্রী চ্যাটার্জী প্রমুখরা।

Advertisement