১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য সকল প্রকার নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে *সমস্যা সমাধান-জনসংযোগ* কর্মসূচী

পাপাই সরকার :রাজ্যের মানুষের অভাব অভিযোগ শুনতে প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য সকল প্রকার নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ‘সমস্যা সমাধান-জনসংযোগ’ নামক বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

Advertisement

 

 

Advertisement

 

শনিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকায় পাড়ার পাড়ায়, ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনেন জেলার প্রশাসনিক আধিকারিকরা।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা সহ এলাকার রাস্তা ঘাট, স্কুলের পঠন পাঠান এবং মিড্ ডে মিল, রেশন ইত্যাদি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কি না সেই সমস্ত বিষয়ে বাড়িবাড়ি ঘুরে খোঁজ খবর নেন প্রশাসনিক আধিকারিকরা।

 

Advertisement

 

 

Advertisement

 

এদিন এই কর্মসূচিতে ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি, ADM G অমিয়ো কুমার দাস, SDO কৃষ্ণেন্দু কুমার মন্ডল, খণ্ডঘোষের bdo অভিক কুমার ব্যানার্জী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Advertisement