১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পশ্চিম বঙ্গ কাল্পতরু শিল্পী সংসদের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন

মান্টি বন্দ্যোপাধ্যায় :পশ্চিমবঙ্গ কল্পতরু শিল্পী সংসদের উদ্যোগে ওন্দা ব্লকের রামসাগর উচ্চ বিদ্যলয়ে।

 

Advertisement

শিল্পী সংসদের সদস্যদের সহযোগিতায় আজ রক্তদান শিবিরের সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল । আজ এখানে পুরুষ মহিলা মিলিয়ে মোট ৬৬ জন রক্ত দিয়েছেন ।এবং অনেক সাধারণ মানুষ স্বাস্থ্য শিবিরে এসে রক্ত পরীক্ষা, ই সি জি করিয়েছেন এবং এখানে বিনামূল্যে চিকিৎসা করিয়ে গেছেন ।

 

Advertisement

 

 

Advertisement

 

চিকিৎসায় সহযোগিতা করেছেন, সত্য সাঁই সেবা সংঘ ও নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুর , মুরাড্ডিহি এবং ওন্দা ব্লাড ব্যাংক ।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

আজকের এই মহৎ অনুষ্ঠানে শিল্পী সংসদ থেকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক আনন্দময় রায় , রাজ্য কালচারাল সম্পাদক অপূর্ব মন্ডল, রাজ্য কমিটির সদস্য সত্যপ্রসাদ মুখার্জী,নিতাই রায়, রবি বাগদি, অসীম কুমার নন্দী, কাঞ্চন গাঙ্গুলি, বিশ্বরূপ চ্যাটার্জী, দয়াময় দে, এবং ওন্দা ব্লক কমিটির সদস্য বৃন্দ শ্রী অনঙ্গ দে,সুধীর বর্ধন, মনসা রাম গরাই, গুইরাম পাল, অশোক রায়, সুধাংশু সূত্রধর, ঝন্টু পরামানিক ও অন্যান্য ব্লকের সদস্যবৃন্দ ।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

এই বিষয়ের উদ্যোক্তারা জানান,

প্রশাসনের তরফ থেকে আমরা সিভিক পুলিশ ও আশা কর্মীদের পাশে পেয়ে আমরা খুব গর্বিত,

Advertisement

এছাড়া পশ্চিমবঙ্গ কল্পতর শিল্পী সংসদের রাজ্য কমিটির এক অভিনব কর্মসূচি গ্রহণ করেছেন ,কর্মসূচির মধ্যে রয়েছে বাল্যবিবাহ রোধ, থ্যালাসেমিয়া রোধ এবং প্লাস্টিক বর্জন কর্মসূচি

সংসদের রাজ্য কমিটির সদস্যগণ আজ বার্তা দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও ব্লক কমিটিকে এই কর্মসূচি গ্রহণ করার জন্য আবেদন জানায়, এবং অঙ্গীকার করেন যে সর্বদাই শিল্পীদের পরিবারের পাশে এবং সাধারণ মানুষের পরিবারের পাশে সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই

Advertisement