১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার দিন ঘোষণা করে দিলেন মমতা

দিল্লি থেকে ফিরেই এবার মুম্বাই পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মূলত একটি বাণিজ্যিক সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর এই সফরে রাজনৈতিক কর্মসূচিও থাকছে৷ মুম্বাই গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Mumbai)৷ পাশাপাশি, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করবেন তৃণমূলনেত্রী৷ এ দিন দিল্লিতে মুম্বাই সফরের কথা জানিয়েছেন মমতা নিজেই৷

বৃহস্পতিবারই দিল্লি থেকে ফিরছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৩০ তারিখ মুম্বাই রওনা দেবেন তিনি৷ ১ ডিসেম্বর সেখানে বিভিন্ন কর্মসূচি থাকবে তাঁর ৷

Advertisement

মতার মুম্বাই সফর আপাত দৃষ্টিতে অরাজনৈতিক মোড়কে হলেও উদ্ধব- শরদ পাওয়ারদের সঙ্গে মমতার সাক্ষাতে বিষয়টি অন্য মাত্রা পাচ্ছে৷ মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন, ‘উদ্ধবের শরীর ভাল ছিল না৷ এখন অবশ্য ও অনেকটা সুস্থ৷ মুম্বাই গিয়ে আমি ওঁর সঙ্গে দেখা করব৷ শরদ পাওয়ারও সিনিয়র নেতা৷ তাঁর কাছেও যাবো৷’

উদ্ধব ঠাকুর, শরদ পাওয়ারদের সঙ্গে সাক্ষাৎ যতই সৌজন্যমূলক হোক না কেন, এর পিছনে অন্য তাৎপর্য দেখছে রাজনৈতিক মহল৷ বিশেষত কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং মমতা দিল্লিতেও বিজেপি-কে হারাতে আঞ্চলিক দলগুলিকে সাহায্যের কথা বলেছেন, তাতে মুম্বাই সফর থেকেই ফের একবার শিবসেনা, এনসিপি-র মতো বিরোধী দলগুলিকে একজোট করার কাজ মুখ্যমন্ত্রী শুরু করেন কি না, সেদিকেই এখন তুমুল আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল৷

Advertisement