১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন

নিজস্ব সংবাদদাতা :আজ বর্ধমান সাহিত্য পরিষদ ভবন এ অনুষ্ঠিত হলো পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর ২০৩ তম জন্ম দিবস।

 

Advertisement

প্রথমে প্রতিকৃতিতে মাল্য দান করা হয়, জীবনী নিয়ে আলোচনা শুরু করেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলি, পরে আলোচনাতে অংশ নেন ডাক্তার আবীর গুহ, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, নিতাই মুখার্জি, কল্লোল চৌধুরী, দিবেন্দু বোস, সাংবাদিক উদিত সিংহ, অপূর্ব দাস, অধ্যাপিকা সুদত্তা ব্যানার্জি, আইনজীবী উদয় কোনার, মেহবুব হাসান, মানব সরকার, সঙ্গীত পরিবেশন করেন শুভ্রা সরকার, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, মুক্তা রায়, শিল্পা ব্যানার্জি, পম্পা ঘোষ, রুবী আজম, করবি ঘোষ, রুমা গুহ, সৌম্য মণ্ডল, রাজলক্ষ্মী রায়, সোমা ভট্টাচার্য, কবিতা পাঠ করেন তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক বর্মন, মন্দিরা মুখার্জি, সুজিত চক্রবর্তী, চিরঞ্জীব ঘোষ, সুধীর হাজরা, সুষমা মিত্র, হেমা পাল বর্ধন, মাউথ অর্গান এ গান পরিবেশন করে শিশু শিল্পী বৈভব পাল।

Advertisement