১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পুরো সমাজবিরোধীদের হাতে পার্টিটা চলে গেছে… দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি : জেলা বর্ধমান জুড়ে, তাপপ্রবাহ অব্যাহত, এবং এই তাপু প্রবাহের মধ্যে চলছে রাজনৈতিক দলের প্রচার।

 

Advertisement

রবিবাসরীয় সকালে বর্ধমানে প্রচার সারলেন দিলীপ বাবু। এবার ভোট প্রচারে দিলীপের অস্ত্র হাতপাখা। তীব্র গরমে পথ চলতি মানুষকে কিছুটা স্বস্তি দিতে হাত পাখা বিলি করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এব্যাপারে দিলীপবাবু জানান, গেঞ্জি, টুপি, পাখা দেখুন প্রচারে নতুনত্ব আনতে হবে। আজকাল কেউ ভাষণ শুনতে চায় না। সবাই সবাইকে জানে। মানুষের প্রয়োজনটা বুঝতে হবে।

 

Advertisement

 

 

Advertisement

 

এখানে প্রচন্ড গরম পড়েছে। এত গরম সহ্য করা যাচ্ছে না। গ্রামে যাচ্ছি মায়েরা আঁচল দিয়ে হাওয়া খাচ্ছেন, দাওয়ায় বসে হাতপাখা নাড়ছেন। আমার মনে হয়েছে মানুষের হাতে যদি হাতপাখা দিই, সে দোকানদার হোক, পথ চলতি মানুষ হোক বা গ্রামের মানুষ – তাদের এটা কাজে লাগবে, আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন, পদ্ম ফুলের কি সুন্দর মিষ্টি হাওয়া।টিএমসির লু নয়, বিজেপির মিষ্টি হাওয়া। টিএমসি’র তো গরম হাওয়া, আমাদের একদম ঠান্ডা,মিষ্টি, পদ্ম ফুলের গন্ধের হাওয়া। রবিবার বর্ধমান টাউন হলে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। এদিন তাঁর সঙ্গে দেখা করেন বর্ধমান শহরের একজন বিউটি পার্লারের মালকিন। সম্প্রতি তাঁর পার্লারকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই বিষয়ে সরব হয়ে রীতিমতো বিধায়ক খোকন দাসকে আক্রমণ করলেন দিলীপবাবু।

Advertisement

 

দিলীপবাবু বলেন, দেখুন কি অবস্থা। একজন মহিলা নিজে দাঁড়িয়ে বিউটি পার্লার চালাতেন। প্রধানমন্ত্রী মহিলাদের জন্য এত প্রোজেক্ট এনেছেন, তারা যাতে স্বাবলম্বী হন। বাড়িঘর দিচ্ছেন। এখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার রাজ্যে তার এমএলএ খোকন তার বৈধভাবে ভাড়া দিয়ে চালানো বিউটি পার্লার বন্ধ করে দিচ্ছেন।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

কিসের মামদোজি এত? বাপের জমিদারি পেয়ে গেছেন নাকি এগুলো? যা ইচ্ছা করবে নাকি। লুটপাট, মারকাট, ঝান্ডা তুলে দিচ্ছে, কোর্ট রায় দেওয়ার পরেও প্রশাসন খুলছে না। প্রশাসন নপুংসক হয়ে বসে আছে। একজন এমএলএ যে একজন সমাজবিরোধী, সে আজকে দাপিয়ে বেড়াচ্ছে, একজন মহিলার উপর অত্যাচার করছে, আর ওরা মহিলা-মহিলা করে বেড়াচ্ছে। কীর্তি আজাদকে বলছি, তোমার চোখ থাকলে দেখে যাও, তোমার এমএলএ মহিলাদের কি ব্যবহার করছে, দিলীপ ঘোষকে শেখাতে হবে না। আমি বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, ভোটের পরে যদি খুলে না দেয় তালা, দিলীপ ঘোষ এই তালা খুলে দেবে, ভেঙ্গে দেবে হাতুড়ি দিয়ে, কোন অত্যাচার করতে দেবো না।

 

Advertisement

 

 

Advertisement

 

মহিলাদের ওপর তো নয়ই। আপনি নিশ্চিন্তে থাকুন, দেখে নিচ্ছি আমরা। এদিন দিলীপবাবুকে জিজ্ঞাসা করা হয় তৃণমূল বলছে আপনার রাজনৈতিক সন্ন্যাসের সময় হয়ে গেছে। তার উত্তরে তিনি বলেন, কে সন্ন্যাস নেবে, কে জেলে যাবে সেটা তো লোক ঠিক করবে, কে দেশ ছাড়া হয়ে বাংলাদেশে চলে যাবে, সেটা তো ৪ তারিখের পর জানা যাবে। তারা জানে যে তাদের কোন চান্স নেই। তাই বিজয় উৎসব পালন করে দিচ্ছে। দিলীপবাবু বলেন, যার জীবনী কেউ লিখবে না, সে নিজের জীবনী লিখে যায়। যার স্ট্যাচু কেউ বানাবে না, সে নিজের স্ট্যাচু বানিয়ে যায়।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

আর যারা জিৎ এর উৎসব করতে পারবে না তারা আগেই বিজয় উৎসব করে। তিনি বলেন, রেজাল্ট বের হবার পর তখন তো তুর্কি নাচ নাচবে। এখন বাজনা বাজিয়ে নাচে নাচুক, সে নাচটা দেখবে ওরা।

সবুজ সাথী সাইকেল বাংলাদেশের হাটে বিক্রি প্রসঙ্গে দিলীপবাবু এদিন বলেন, আমরা বাংলাদেশে চাল ডাল এসব পাঠানো হয় জানতাম। গরুও পাঠানো হতো, সবুজ সাথীর সাইকেলে যে যাচ্ছে এটা এখন জানা গেল। আর কত নিচে নামবে?

Advertisement

 

দিলীপবাবু বলেন,আমার মনে হয় পুরো সমাজ বিরোধীদের হাতে পার্টিটা চলে গেছে। সোমবার এসএসসি-র চুড়ান্ত রায় দেবে আদালত, তার আগে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে আগামী সপ্তাহে বিস্ফোরণ হবে, তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে পড়বে।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

এ ব্যাপারে তিনি বলেন, এরকম অনেক ঘটনা ঘটেছে, আশা করছি তা হবে এবং যেটা বাস্তব পরিস্থিতি সেটাই হবে। প্রত্যেকটা কেসেতে টিএমসি সরকার হারছে কারণ তারা অন্যায় করেছে, তার বিচার শুরু হয়েছে তারা সাজা পাবে, যে মানুষ লড়াই করছে তারা সুবিচার পাবে। দূরদর্শনের লোগো গেরুয়া করা প্রসঙ্গে মমতার বক্তব্যের জবাবে তিনি বলেন, আগে যে বন্দে ভারত ট্রেন বেড়িয়েছিল তার রঙ ছিল নীল সাদা।

 

Advertisement

 

 

Advertisement

সবাই বলল দিদির রং দাদার রেলে। আজকে গেরুয়া বেরিয়েছে, মেরুনও বেরিয়েছে, পরিবর্তন তো হবেই। সব নীল সাদা কেন? গেরুয়া তো দেশের প্রতীক পরম্পরা,সব জায়গায় গেরুয়া থাকা উচিত। দূরদর্শনের অধিকার আছে তারা কোন লোগোটা ব্যবহার করবে। তারা তো মমতা বন্দোপাধ্যায়ের বিশ্ববাংলা লোগো লাগাবে না। অভিষেক বলছে বিজেপিকে বিসর্জনের বার্তা দিয়ে বাংলার মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। তার উত্তরে এদিন দিলীপবাবু বলেন, ওটা গিয়ে একবার সন্দেশখালিতে বলুন, বাংলার মহিলারা কি করবেন।

Advertisement