১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ভুলেও অনলাইন লোন ও সেক্সটোরশন এর ফাঁদে পড়বেন না ,হতে পারে বিপদ

নূতন ভোরের প্রতিবেদন : সাতসকালেই ফোনের রিং বেজে উঠল অথবা হোয়াটসঅ্যাপে কোন এক বন্ধু অথবা নিকটাত্মীয়ের আধার কার্ডের ছবির সঙ্গে লেখা তিনি লোন চোর অথবা ধর্ষণকারী,আপনি গ্যারান্টার ছিলেন আপনাকে ওই টাকা শোধ করতে হবে অথবা কোন বন্ধু বা নিকটাত্মীয়ের ছবি বা ভিডিও বিকৃত করে সমাজ মাধ্যমে চোখে পড়ছে হামেশাই | হ্যাঁ, একশ্রেণীর সাইবার ক্রিমিনাল প্রচন্ডভাবে সক্রিয় হয়ে উঠছে | যদিও পুলিশ প্রশাসন কিছু ক্ষেত্রে তাদের চিহ্নিত করে শাস্তি দিচ্ছে কিন্তু অধিকাংশই থেকে যাচ্ছে অধরা | আমরা নূতন ভোরের পক্ষ থেকে এই বিষয়ে তদন্ত করতে গিয়ে জানতে পেরেছি মূলত এদের টার্গেট সমাজে প্রতিষ্টিত ও দুর্বল হৃদয়ের মানুষেরা | বিগত ১৫ দিনের মধ্যে পূর্ব বর্ধমান জেলার সাইবার ক্রাইম থানাতে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে | অভিযোগকারীরা প্রত্যেকে প্রতিষ্ঠিত ডাক্তার অথবা শিক্ষক | পূর্ব বর্ধমান জেলার সাইবার থানার এক আধিকারিক জানান,অভিযোগগুলো মূলত অনলাইন লোন সংক্রান্ত এবং সেক্সটোরশন সংক্রান্ত এই ব্যাপারে |

 

Advertisement

 

 

Advertisement

আমরা তদন্ত করে জানতে পেরেছি, লোনের প্রয়োজনে যারা অনলাইনে বিভিন্ন অ্যাপস এ আবেদন করেন তাদের পুরো মোবাইলের এক্সেস নেয় এই অপরাধীরা | আপনি যদি ৫০০০ টাকার লোন এর জন্য আবেদন করেন তারা প্রথমেই আপনাকে অর্ধেক পরিমান টাকা কেটে বাকিটা আপনার একাউন্টে দেবে | যেটা রিজার্ভ ব্যাংকের নিয়মবিরুদ্ধ | সময়সীমা সাতদিন বললেও ছয়দিনের সকাল থেকে আপনার হোয়াটসঅ্যাপ এবং ফোনে তাগাদা শুরু হবে | অভিযোগকারীরা জানিয়েছে,সকাল থেকে মানসিক নির্যাতনের মাধ্যমে তারা এই টাকা আদায় করে, যদি কেউ কোন প্রকারের দিতে সমর্থ না হয় সে ক্ষেত্রে তাদের ফোনে থাকা কল লিস্ট হ্যাক করে সমস্ত কন্টাক্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সম্বন্ধে কুরুচিকর বক্তব্য তারা পাঠায় |এই সংবাদের সত্যতা যাচাই করতে গিয়ে এই প্রতিবেদক এর মোবাইলটি ও হ্যাক করা হয়েছে |

 

Advertisement

 

 

Advertisement

 

অপরদিকে আপনার ফেসবুকে কোন অপরিচিত ব্যক্তি বা মহিলা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যদি ভুল করে আপনি এক্সেপ্ট করেন | সে ক্ষেত্রে তারা প্রথমে আপনার সঙ্গে কথা বলা শুরু করার মাধ্যমে আপনাকে ভিডিও সেক্সের জন্য আবেদন করবে | অভিযোগকারীরা জানাচ্ছে,সেই আবেদনে সাড়া দিতে গিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হয়েছে | পুলিশ সূত্রে জানা গেছে,এই ব্যাপারে পূর্ব বর্ধমান জেলা পুলিশের ফেইসবুক পেজ এ প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে | অপরদিকে শুধুমাত্র পূর্ব বর্ধমান সাইবার ক্রাইম সংক্রান্ত সচেতনতা একটি পেজেও নিয়মিতভাবে সাইবারক্রাইম সংক্রান্ত সচেতনতা বার্তা দেওয়া হয় |

Advertisement

 

 

Advertisement

 

জনসাধারণকে সতর্ক থাকতে বলা হচ্ছে কোনরূপ অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকুয়েস্ট ফেসবুকে অ্যাকসেপ্ট করবেন না , নিজের এন্ড্রয়েড মোবাইল ফোনে কোন অপরিচিত অ্যাপস লোড করবেন না আর ভুলেও অনলাইন লোনের ফাঁদে পড়বেন না |

Advertisement