৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ফেসবুক পেজে শুশুনিয়া ঐকতানের হেমন্ত স্মরণ

প্রতিবছর গ্রীষ্ম ও বর্ষায় মাঝখানে বাঙালির হৃদয়ে হেমন্ত আসে। প্রখ্যাত সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুশুনিয়া ঐকতান আয়োজন করে তাদের হেমন্ত স্মরণ।

দুপুর বারোটা থেকে শুশুনিয়া ঐকতানের ফেসবুক পেজে শুরু হয় ভার্চুয়াল হেমন্ত। এই অনুষ্ঠানে অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা। সঙ্গীত শিল্পী কাঞ্চন কুমার দে, চন্দন বন্দ্যোপাধ্যায়, শান্তনু চক্রবর্তী এছাড়াও বাঁকুড়া বেতার সাহিত্য মঞ্চের সম্পাদক সাধন মুখোপাধ্যায় এবং বাঁকুড়া বিজ্ঞান মঞ্চের জনবিজ্ঞান কর্মী শ্রীমতি অনুশ্রী আধূর্য্য হেমন্ত মুখোপাধ্যায়ের জীবন নিয়ে আলোকপাত করেন।

তরুণ প্রজন্মের শিল্পী বিশ্বজিৎ কর্মকার ও রাহুল মুখার্জীর গান দর্শকদের নজর কাড়ে। মেলোডি কার সুরে হেমন্ত মুখার্জীর গানে অংশ নেয় শিল্পী শঙ্খ সেন। শিল্পী চারের নৃত্যানুষ্ঠানের পর ঐকতানের কর্ণধার কৌশিক মন্ডল অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য রাখেন।

Advertisement