১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র ও জামাকাপড় তুলে দিলেন পঞ্চায়েতের প্রধান

সৌমি মন্ডল :সারেঙ্গা পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে চিলতোড় গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় স্থানীয় গুনিয়াদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দেড় শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র ও জামাকাপড় তুলে দিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু মুর্মু, সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম সহ উপস্থিত অতিথিবৃন্দ ।

আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা লোহার ,সারেঙ্গা পঞ্চায়েত সমিতির পুর্তকর্মাধ্যক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহি, চিলতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু মুর্মু, চিলতোড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যান প্রসাদ মিশ্র সহ বিশিষ্ট মানুষজন ।

Advertisement

এ ব্যাপারে সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন পঞ্চায়েত প্রধান শুভেন্দু মুর্মু আমাদের কাছে এলাকার মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়ার কথা বলেছিলেন আমরা সেই আবেদনে সাড়া দিয়ে আজ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আনন্দিত। তবে পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়।

Advertisement