১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ভাষণ প্রতিযোগিতা নেহরু যুব কেন্দ্রর

  1. নিজস্ব সংবাদদাতা :নেহেরু যুব কেন্দ্র সংগঠন, পশ্চিমবঙ্গ ,যুব কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রক, ভারত সরকার
    নেহেরু যুব কেন্দ্র সংগঠন, পশ্চিমবঙ্গ দ্বারা গত ২০/১২/২০২১ তারিখে রাজ্য কার্যালয়ের সভাগারে রাজ্য স্তরীয় ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয় । ভাষণের বিষয় ছিল,দেশপ্রেম ও রাষ্ট্র নির্মাণ। বিভিন্ন জেলা থেকে যুবক জেলাস্তরীয় প্রতিযোগিতায় প্রথম হওয়া যুবক যুবতীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিরা দেশপ্রেম বিষয়ে আকর্ষণীয় বক্তব্য রাখেন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্র সংগঠনের রাজ্য নির্দেশক নন্দিতা ভট্টাচার্য। বিচারক হিসাবে উপস্হিত ছিলেন ডঃ দেবাশিস নন্দী, ডঃ শ্রেয়া মৈত্র ও অরুনিমা দে (ধর)। প্রতিযোগিতায় প্রথম হন দিতসা রায়,তিনি রাষ্ট্রস্তরীয় প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করবেন ।