১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ব্রতচারী প্রশিক্ষণের সমাপ্তি

সঞ্জয় ঘটক :জেলার জঙ্গল মহল সারেঙ্গা ব্লকের আসনা প্রাথমিক বিদ্যালযে ব্রতচারী প্রশিক্ষনের সমাপ্তি হলো আজ ।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

আসনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এবং বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত ও গ্রাম বাসীদের সহযোগিতায় সাত দিনের ব্রতচারী প্রশিক্ষন শিবিরটি অনুষ্ঠিত হয় আসনা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ৰ-ছাত্রীদের নিয়ে । এই দিন এই প্রশিক্ষণ শিবিরের উপস্থিত ছিলেন আসনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম মহাপাত্র,বিক্রমপুর পঞ্চায়েত প্রধান সুদীপ ভকত, সমাজ সেবী জ্ঞানদা মান্ডি,ব্রতচারী শিক্ষক আলোক করণ,প্রাক্তন শিক্ষক আদিত্য মিশ্র সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ও এলাকাবাসী।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

এইদিন এই অনুষ্ঠান মঞ্চে অথিতিদের বরণ করে নেয় আসনা স্কুলের ছাত্রীরা । এই ব্রতচারী কর্মসূচি নিয়ে বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদীপ ভকত জানান যে, ছাত্র-ছাত্রী দের স্কুলে আসার জন্য এই অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে,এই প্রশিক্ষনে খুশি এলাকা বাসী ।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

অন্য দিকে স্কুলের প্রধান শিক্ষক জানান যে দীর্ঘ দিন কোভিডের কারণে স্কুলে আস্তে পারেনি ,এখন স্কুল খুলে গেছে , ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতে উপস্থিতি বাড়ে এবং তারা যাতে আনন্দের সাথে শিক্ষাগ্রহণ করতে পারে ,যেমন খেলাধুলার মাধ্যমে ,গানের মাধ্যমে সেই জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছি ।এই প্রসঙ্গে ব্রতচারী শিক্ষক আলোক করণ জানান যে আমি শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম এখন অবসর প্রাপ্ত শিক্ষক ,এই অবসর সময়টা কাটাবার জন্য ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ব্রতচারী শিক্ষণ দিয়ে থাকি ।

 

Advertisement

 

 

Advertisement

 

তিনি এও বলেন যে এই ব্রতচারী শিক্ষার মাধ্যমে মানসিক এবং শারীরিক গঠন হয় ,এই প্রশিক্ষন সিবিরটি সাত দিন ধরে চলছে আজ তার সমাপ্তি দিন ।

Advertisement