১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বাংলা উত্তর প্রদেশ মডেল চাইছে, আপনারা চাইছেন তো? অন্ডালের জনসভায় যোগ দিয়ে তৃণমূলকে নিশানা যোগীর…

সনাতন গড়াই ,পশ্চিম বর্ধমান : বাংলা উত্তর প্রদেশ মডেল চাইছে, আপনারা চাইছেন তো? সাধারণকে প্রশ্ন করলেন যোগী আদিত্যনাথ।

 

Advertisement

 

 

Advertisement

 

অন্ডালের খন্দরায় আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে জনসভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় উত্তরপ্রদেশে ৫৭লক্ষ বাড়ি বানিয়েছি। কিন্তু এ রাজ্যে বানাতে দেওয়া হচ্ছে না। জয় শ্রীরাম বললেও গুলি করে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই লেখা হয়েছিল বাংলার রামায়ণ। তারপরেই যোগী আদিত্যনাথ তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম একযোগে আক্রমণ করে বলেন, তৃণমূল কংগ্রেস আর সিপিএম তিন দলের নাম আলাদা কিন্তু ওরা একই। ওদের দুর্নীতির ঢংও একই। ওদের তিন দলকে বিশ্বাস করবে না। আধ্যাত্মিক পরম্পরাকে আগে বাড়াতে আজ আমি এখানে এসেছি। বাংলা উত্তরপ্রদেশ মডেল চাইছে।

Advertisement

 

 

Advertisement

 

আপনারা চান তো? অযোধ্যার মতো রাম মন্দির বাংলায় হোক চান? যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি নষ্ট করেছে তাঁদেরকে ভোট দিয়ে ভুল করবেন না। উত্তরপ্রদেশের মাফিয়া রাজ রুখে দিয়েছি। মাফিয়ারা বলছে ঠেলা লাগাচ্ছে। তারা প্রার্থনা করছে আমাদের প্রাণে মেরো না।। আর এ রাজ্যে সন্দেশখালীর মত ঘটনা ঘটছে আর ওদের বাঁচানোর চেষ্টা করছে এই তৃণমূল সরকার।

Advertisement