১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

দৃশ্যকলা বিভাগের উদ্যোগে কল্যাণী আর্ট উৎসব ২০২২-এর শুভ সূচনা করলেন সহ উপাচার্য

নূতন ভোরের প্রতিবেদন : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের উদ্যোগে কল্যাণী আর্ট উৎসব ২০২২-এর শুভ সূচনা হল ৮ মার্চ পটচিত্র কর্মশালার মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্য অধ্যাপক গৌতম পাল ও অনুশোধিও প্রধান অধ্যাপক অমলেন্দু ভূইয়া। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেদনিপুরের সনামধন্যা পটুয়াশিল্পী শ্রী গোলাপ চিত্রকর ও বাপ্পা চিত্রকর। ঐতিহ্যপূর্ণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এই বিভাগের প্রথম ও তৃতীয় সেমিস্টারের বর্তমান ছাত্রছাত্রীরা, যোগদান করেছিল বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং পশ্চিমবাংলার অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জায়গার আগ্রহী ছাত্রছাত্রীরা। দৃশ্যকলা বিভাগের উদ্দেশ্য এই ঐতিহ্যপূর্ণ পটচিত্রকে জনমানসে তুলে ধরা ও শিকড়ের টানকে উপলব্ধি করার তাগিদে এই উদ্যোগকে সংগঠিত করেছেন বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক, অধ্যাপিকারা। কর্মশালাটি ১৪ মার্চ সমাপ্তি হবে। এই কর্ম প্রচেষ্টার প্রদর্শন কল্যাণী আর্ট উৎসবে ১৫-১৭ মার্চ ২০২২ প্রদর্শিত হবে ও সকল শ্রেণীর মানুষেরা তা উপভোগ করবেন। সর্বশেষে পটচিত্র কর্মশালার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

 

Advertisement

দৃশ্যকলা বিভাগের এই পটচিত্র কর্মশালার উদ্বোধনের সঙ্গে সঙ্গে ৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিশ্ববিদ্যালয়ের এই দৃশ্য কলা বিভাগ সম্মান জানাচ্ছেন এমন দুই নারীকে, যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে বিশ্ববিদ্যালয়কে এক পবিত্র প্রতিষ্ঠান হতে সাহায্য করেছেন। বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগ তাদেরকে সম্মান জানিয়ে নিজেদেরকে গর্বিত করেছেন। আসুন আমরা মনে, প্রাণে, রুচিতে, শ্রদ্ধা তে, আমরা সবাইকে নিয়ে ভালো থাকি।

Advertisement