১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের কবিতা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা :আজ বিকাল পাঁচটা থেকে শুরু হয় বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে বিশ্ব কবিতা দিবস পালন ও মাসিক দ্বিতীয় সাহিত্য সভার আসর, কবি।

লেখক, সাহিত্যিক, গানের বহু শিল্পীদের উপস্তিতিতে মনোরম অনুষ্ঠান হয়।

Advertisement

 

 

Advertisement

 

প্রথমে সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী সূচনা করেন স্বরুচিত কবিতা পাঠের মধ্যে, অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায় এর সঞ্চলনায় কবি, নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর, অধ্যাপক অভিজিৎ মিত্র, গবেষক বিদ্যা ভূষণ ভট্টাচাৰ্য, নিতাই মুখার্জি, সুজিত চক্রবর্তী, সঞ্জয় মন্ডল কবিতা দিবস নিয়ে সুন্দর বক্তব্য রাখেন, কবিতা পাঠে অংশ নেন, তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক বর্মন, বেনজির নাজ, শুক্লা গাঙ্গুলী, কাজল সাহা, সৌম পাল, রুমা গু হো, সন্দীপন গুপ্ত, কল্পনা রায়, সুষমা মিত্র, সাংবাদিক উদিত সিংহ, সংগীত পরিবেশন করেন শুভ্রা সরকার, করবি ঘোষ, স্মৃতি কণা রায়, সৌরেন ঘোষ প্রমুখ।

Advertisement