১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বেলিয়াতোড় অশ্বিনী রাজ কমিউনিটি হলে ভারতীয় গননাট্য সংঘ বেলিয়াতোড় শিল্পী সংসদ শাখার ষষ্ঠ বৎসরের নাট্য উৎসব

নিজস্ব সংবাদদাতা :আজ বেলিয়াতোড় অশ্বিনী রাজ কমিউনিটি হলে ভারতীয় গণনাট্য সংঘ বেলিয়াতোড় শিল্পী সংসদ শাখার ষষ্ঠ বছরের দুদিনের নাট্য উৎসব শুরু হোলো আগামী কাল পর্যন্ত ৫টি নাটক অনুষ্ঠিত হবে, নাট্য উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব পিজুস সরকার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্ত্তী প্রাক্তন সাংসদ সুনীল খাঁ, সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শুভনাথ চ্যাটার্জী, এলাকার মানুষের মধ্যে দারুন উৎসাহ চোখে পড়া গেছে।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

উপস্থিত ছিলেন, নাট্যকার পরিচালক পিযুষ সরকার,প্রাক্তন বিধায়ক সুজিত চক্ৰবর্ত্তী,প্রাক্তন সাংসদ সুনীল খাঁ, বিশিষ্ট শিক্ষক সুজয় চৌধুরী, এলাকার লোকশিল্পী বষ্কিম কর্মকার,তাপস দাসগুপ্ত ,গননাট্য সংঘের জেলা সম্পাদক বিশিষ্ট গায়ক অশোক মুখার্জী। সভাপতিত্ব করেন শুভনাথ চ্যাটার্জী।

Advertisement

বেলিয়াতোড় অশ্বিনী রাজ কমিউনিটি হলে ভারতীয় গননাট্য সংঘ বেলিয়াতোড় শিল্পী সংসদ শাখার ষষ্ঠ বৎসরের নাট্য উৎসব শুরু হোলো আজ,৫টি নাটক অনুষ্ঠিত হবে আজ দুটি এবং আগামীকাল তিনটি নাটক, আগামী কাল শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায়, এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো আজ কালচারেল হলে বসে নাটক দেখার সাধ, তাই মানুষের মধ্যে বিষেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে,নাট্য উৎসবের উদ্বোধন করেন নাট্যকার পরিচালক পিযুষ সরকার।

Advertisement