১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল বাঁকুড়া রেল সুরক্ষা বাহিনী

নিজস্ব সংবাদদাতা :হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে আবারও এক দৃষ্টান্ত স্থাপন করল বাঁকুড়া রেল সুরক্ষা বাহিনী। গত ১০ জানুয়ারি রেল সুরক্ষা বাহিনীর লেডিস সাব-ইন্সপেক্টর আলপনা কুমারী, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বিএন সরেন, লেডি কনস্টেবল জে মাহাতো, ও এম আমানি যখন স্টেশনে দৈনন্দিন পরিদর্শন করছিলেন তখন তিন নম্বর প্লাটফর্মে তারা লক্ষ্য করেন রেললাইনে একটি মোবাইল ফোন পড়ে রয়েছে। প্রসঙ্গত কয়েক মুহূর্ত আগে ওই প্লাটফর্ম দিয়ে হাওড়া পুরুলিয়া – প্যাসেঞ্জার ট্রেন চলে গেছে মোবাইলটি সেই ট্রেন থেকেই যে রেলওয়ে ট্রাকে পড়েছে সেটা বুঝতে তাদের অসুবিধা হয় না। সঙ্গে সঙ্গে ফোনটা উদ্ধার করে এবং স্টেশনের রেল সুরক্ষা বাহিনীর পোস্টে সেটি জমা করেন। তারা ফোনটি থেকে তথ্য আহরণ করে বুঝতে পারে উদ্ধার হওয়া ফোনটি সসীম মহন্ত র, যার বাড়ি বাঁকুড়া ওন্দা থানা এলাকার মালাতোর গ্রামে।
রেল সুরক্ষা বাহিনী আধিকারিকরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এবং বাঁকুড়া ষ্টেশনে আরপিএফ পোস্টে এসে তাকে মোবাইলটা নিয়ে যেতে বলেন। গতকাল সসীম বাবু বাঁকুড়া ষ্টেশনে আসে এবং উপযুক্ত প্রমাণ দিয়ে ফোনটি রেল সুরক্ষা বাহিনী আধিকারিকদের কাছ থেকে নেয়। সসীম বাবু জানান ১০ জানুয়ারি তিনি পুরুলিয়া যাবার সময় তার হাত থেকে হঠাৎই ফোনটি পড়ে যায়। রিল সুরক্ষা বাহিনী কে ফোনটির আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। এটি পড়ে যাওয়ার পর তিনি এটি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু রেল সুরক্ষা বাহিনী যেভাবে ফোনটি উদ্ধার করে ফেরত দিল তাতে কোন প্রশংসাই যথেষ্ট নয় বলে এদিন জানান সসীম বাবু।

Advertisement