১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সারেঙ্গা খ্রিস্টীয় মন্ডলের উদ্যোগে মহিলা দৌড় প্রতিযোগিতা

সঞ্জয় ঘটক :জেলার জঙ্গল মহল সারেঙ্গা ব্লকের সারেঙ্গা পাস্টরেট ,সারেঙ্গা ক্রিস্টিয় মন্ডলীর উদ্যোগে মহিলা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দিন এই মহিলা দৌড় প্রতিযোগিতায় প্রায় ৮৮ জন মহিলা অংশগ্রহণ করেন ।সারেঙ্গা ব্লকের কারভাঙ্গা ফুটবল ময়দান থেকে শুরু হযে শেষ হয় সারেঙ্গা মিশন ময়দানে । রাস্তা দৌড়ে মহিলাদের উপস্থিতি চোখে পরার মতো । মহিলাদের মধ্যে প্রথম হয় সুমিতা মাহাতো,দ্বিতীয় রানী কর্মকার ও তৃতীয় স্থান অধিকার করে কুলডিহার দোয়েল দুলে । পুরস্কার হিসেবে প্রথম আট হাজার টাকা দ্বিতীয় ছয় হাজার টাকা এবং তৃতীয় প্রতিযোগীকে চার হাজার টাকা ও শংসাপত্র তুলেদেন সারেঙ্গা গির্জার পুরোহিত রেভারেন্ট শুভেন্দু সরেন, ডাঃ সৌরভ টুডু ও হিমাংশু গরাই ।মহিলাদের রাস্তাদৌড় সমন্ধে সারেঙ্গা পাস্টরেটের সদস্য শান্তি সরেন বলেন,প্রতি বছর ৩০ শে ডিসেম্বর ও ৩১ শে ডিসেম্বর এই দুদিন এই দৌড় প্রতিযোগিতা হয় , ৩০ শে ডিসেম্বর পুরুষ এবং ৩১ শে মহিলাদের হয় । শান্তি বাবুর কথায় আমরা যখন ছোট ছিলাম তখন দেখিনি যে এই ভাবে সমস্ত বিষয়ে মহিলাদের অংশগ্রহণ করছে । এখন কিন্তু সরকারি ভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাবার জন্য নানা রকম উদ্যোগ রয়েছে পাশাপাশি যে সমস্ত সংঘটন গুলি রয়েছে মহিলাদের এগিয়ে নিয়ে যাবার জন্য ,তারা এখন ফুটবল, কাবাডি, থেকে নানা রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ছেলেদের থেকে পিছিয়ে নেই ।পাশাপাশি ১০ জন মহিলা রাস্তা দৌড় প্রতিযোগীদের হাতে সাধ্যমতো শান্তনা পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ।

Advertisement