১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পথ দেখাচ্ছে জঙ্গলমহল

সৌমী মন্ডল, জঙ্গলমহল বাঁকুড়া:– জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের জামিরা পাড়া গ্রামের তনোজ কুমার মন্ডল নামে এক শিক্ষকের একান্ত উদ্যোগে ও পরিচালনায় আলোর দিশা নামে বিনামূল্যের কোচিং সেন্টার। এই আলোর দিশা সেন্টারের উদ্যোগে আজ জামিরা পাড়া গ্রামের সরস্বতী মন্দির প্রাঙ্গনে কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বাহান্ন জন ছাত্রছাত্রীকে স্মারক সম্মান জানানো হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

এছাড়া এ বছর ২০২২ এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন করা ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সম্মানিত করা হয়েছে এছাড়া পরীক্ষার ফলাফলে ভালো ফল না হলেও বাংলা বিষয়ে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ভালো নাম্বার পেয়েছে তাদের সম্মানিত করা হয় আজকের অনুষ্ঠানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামবনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মল্লিক, কুসুম টিকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার মহান্তি নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষাগতম পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল শিক্ষক অঞ্জন মাইতি তনোজ বাবুর প্রিয় বন্ধু শিক্ষক তপন কুমার ঘোষ সহ বিশিষ্ট শিক্ষক বৃন্দ । এখানে উল্লেখ্য তনুজ বাবু বাংলা বিষয়ের শিক্ষক তাই তিনি এলাকার ছাত্রছাত্রীদের বাংলা বিষয়ে বিনামূল্যে পাঠ দান করেন তার বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিশেষ কৃতিত্ব অর্জন করেছে আজ কয়েক বছর ধরেই বর্তমানে এক ছাত্র কানপুর আইআইটি তে এবং একজন ছাত্র খড়গপুর আইআইটি তে পড়াশুনা করছে এছাড়া বেশ কয়েকজন বিভিন্ন বিষয়ে পিএইচডি করছেন বলেও জানা যায়। তনোজ বাবুর এই কৃতিত্বের পিছনে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন ওনার স্ত্রী দেবী মন্ডল। তনোজ বাব ুর এই কর্মকাণ্ড জঙ্গলমহল এলাকায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে এলাকাবাসী এবং উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন।

Advertisement