১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ধান্য ব্যবসায়ী সমিতির কেতুগ্রাম জোনের সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা :পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির পূর্ব বর্ধমান জেলার বর্ধমান জেলার কাটোয়া কেতুগ্ৰাম জোনের সাধারণ সভা অনুষ্ঠিত হলো অনুষ্ঠিত হলো কান্দারা ময়দানে বছরের শুরুর দিনে।

 

Advertisement

 

 

Advertisement

 

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির উপদেষ্টা অরবিন্দ পাঁজা, রাজ্য কমিটির কনভেনার বিশ্বজিৎ মল্লিক, জেলা সভাপতি পাঁচু গোপাল কোনার, জেলা সম্পাদক সুকান্ত পাঁজা, জেলা কোষাধ্যক্ষ সুভাষ মণ্ডল। সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য প্রত্যেকে বক্তব্য রাখেন।

Advertisement

 

 

Advertisement

 

কৃষি পণ্য বিপণন করের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন রাজ্য কমিটির কনভেনার বিশ্বজিৎ মল্লিক। অনাদায়ী পাওনা টাকা আদায়ের লক্ষ্যে বৃহত্তর সংগ্ৰামের জন্য সংগঠন তৈরি আছে বলে জানান অরবিন্দ পাঁজা মহাশয়।অন্য নেতৃত্ববৃন্দ জানান সংগঠনের জন্য জীবন বাজি রাখতে তৈরি। সহমত পোষণ করেন জোন সম্পাদক ও জোন সভাপতি কানাই ঘোষ ও তরুণ ব্যানাজী। বিশ্বজিৎ বাবু, তার নিজের বক্তব্যে বলেন, একত্রিত হয়ে কাজ করতে হবে কারণ সংগঠনের আপনারাই হচ্ছেন মূল স্তম্ভ।

Advertisement