১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ভোটের দিন সাপের ছোবলের শিকার দুই

নিজস্ব প্রতিনিধি : আজ চতুর্থ দফা নির্বাচন,এদিন মেমারীর বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ১২১ নং বুথের থার্ড পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন ভোলানাথ রজক নামে এক ব্যক্তি। বাড়ি কাটোয়ার চন্দ্রপুরে। তাঁকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।পাশাপাশি ভোটকেন্দ্রের মধ্যেই স্কুলের এক চতুর্থ শ্রেণীর কর্মী সাপের ছোবলে আহত হন। পূর্ব বর্ধমানের আউশগ্রামের দিগনগর হাটতলা সিলভার জুবিলি ইনস্টিটিউশনে ২২৪ নম্বর বুথে এই ঘটনা ঘটে।

 

Advertisement

 

 

Advertisement

জানা গেছে, দিগনগর হাটতলা সিলভার জুবিলি ইনস্টিটিউশনে ২২৪ নম্বর বুথে ভোটগ্রহণের জন্য ভোটকর্মীরা আসার পর স্কুলের ঘর খুলে দিতে গিয়েছিলেন সুকান্ত আঁকুড়ে নামে চতুর্থ শ্রেণীর ওই কর্মী। এরপর তিনি প্রধান শিক্ষকের অফিস ঘর থেকে বালতি ও মগ বের করতে গেলে তাকে সাপে কামড়ায়।

জখম সুকান্ত আঁকুড়েকে জামতাড়া ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল জানা গেছে।

Advertisement

 

 

Advertisement

 

এই ঘটনায় রীতিমতো ভোট কর্মীদের নিরাপত্তা এবং তাদের জীবনের প্রশ্ন উঠছে বারবার। যেখানে ভোট কর্মীরা ভোট করাতে এসে কখনো বা রাজনৈতিক হিংসার শিকার হন আবার কখনো বা এইভাবে সাপের কামড়ে তাদেরকে জীবন হাতে নিয়ে চলতে হয়।। তাদের জীবনের প্রশ্ন নিয়ে প্রশ্নটা থেকেই যায় বারবার।

Advertisement