১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

লক্ষ্য ঠিক করে একাগ্রতা নিয়ে এগিয়ে যেতে হবেঃ জেলা শাসক বাঁকুড়া

পাপিয়া বারুই :আমি টপার ছিলাম না। কিন্তু আমার লক্ষ্য ছিল আই এ এস। একাগ্রতা থাকায় আমি লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।সকলকে তার লক্ষ্য ঠিক করে একাগ্রতা নিয়ে এগিয়ে যেতে হবে। এতেই সাফল্য আসবে। বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আয়ার বুধবার রবীন্দ্রভবনে জেলা পরিষদ আয়োজিত এক সভায় ছাত্রছাত্রীদের এগিয়ে চলার পথে আহ্বান জানান।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০২২এ সামগ্রিক মেধাতালিকায় প্রথম দশ-এ স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল বাঁকুড়া জেলা পরিষদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মূ, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, জেলা বিচারক শান্তনু ঝাঁ। এছাড়া জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক উপস্থিত ছিলেন।

 

Advertisement

 

 

Advertisement

 

জেলার মাধ্যমিকে ১৩ জন ও উচ্চ মাধ্যমিকে ৫৮ জন কৃতি রয়েছেন প্রথম ১০এ। এদিন তাদের সম্বর্ধনার ব্যবস্থা করা হয়। পুলিশ সুপার ও জেলা জজ জেলা শাসকের মতই একই ভাবে জেলার ছাত্রছাত্রীদের এগিয়ে চলার পথে উৎসাহ দেন।সবাই টপার হয় না। একটা লক্ষ্য নিয়ে ও তাতে একাগ্রতা চলতে হয়।এবার যে টপার নয় সে আগামীতে টপার হতে পারে।একবার টপার হলে হবে না প্রতিদিন প্রতিটি পরীক্ষায় লক্ষ্য ও একাগ্রতা নিয়ে প্রস্তুত হয়ে টপার হতে হয়।

Advertisement