১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে শুরু হলো আয়ুষ মেলা

নিজস্ব সংবাদদাতা :বাঁকুড়ার পাত্রসায়ের শুরু হলো আয়ুষ মেলা।

 

Advertisement

বাঁকুড়া জেলার তিনটি আয়ুস মেলার মধ্যে এক প্রথম পর্যায়ের আয়ুসমেলা শুরু হল পাত্রসায়েরের সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস প্রাঙ্গনে, বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার আয়ুর শাখা ও পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

 

Advertisement

মেলার উদ্বোধন হয় রনপা, ডাক বাদ্যযন্ত্র সহকারে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ হোমিওপ্যাথিক অধিকর্তার ডাক্তার আশীষ ঘোষ, জেলা আয়ুষ অফিসার ডক্টর অরুণ সরকার,পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু সিং, ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সৈকত বেরা, সমষ্টি উন্নয়ন আধিকারিক পাত্রসায়ের সহ অন্যান্য আধিকারিক গন।

 

Advertisement

তিনদিনের এই মেলায় থাকবে, আলোচনা, বিতর্ক সভা, বাউল গান,সাঁওতালি নৃত্য, পুতুল নাচ ইত্যাদি। মূল আকর্ষণ থাকছে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিবির ও ঔষধি চারা গাছে বিতরণী অনুষ্ঠান।

Advertisement