১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে প্রথম মাসিক সাহিত্য সভা অনুস্থিত হয়

নিজস্ব সংবাদদাতা :বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে প্রথম মাসিক সাহিত্য সভা অনুস্থিত হয়।

 

Advertisement

প্রথমে স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুর জন্ম দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে জীবনী নিয়ে বক্তব্য রাখেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলি, অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন প্রদীপ ব্যানার্জী, নিতাই মুখার্জি, সুজিত চক্রবর্তী, পঞ্চানন মুখার্জি, অপূর্ব দাস, সংগীত পরিবেশন করেন, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, পম্পা ঘোষ, রুবি আজমী, করবি ঘোষ, সোমা ভট্টাচাৰ্য, অনামিকা কোনার, মৌসুমী চক্রবর্তী, গার্গী মল্লিক, রুমা গুহ,কবিতা পাঠ করেন শুক্লা গাঙ্গুলি, তাপস ভূষণ সেনগুপ্ত, সন্দীপ গুপ্ত, সুধীর হাজরা, কাজল সাহা, রিঙ্কু দে, মানসী মিত্র, যমুনা চ্যাটার্জি, আইনজীবী উদয় চাঁদ কোনার অনুষ্ঠান পরিচালনায় সহয়তা করেন।

Advertisement