১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের বসন্ত উৎসব

নিজস্ব সংবাদদাতা :আজ বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের এর উদ্যোগে সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

 

Advertisement

প্রধান অথিতি ছিলেন পৌরপতি শিক্ষাবিদ পরেশ চন্দ্র সরকার, স্বাগত ভাষণ দেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, বসন্ত উৎসবের তাৎপর্য তুলে ধরেন কবি, সাহিত্যিক দেবেশ ঠাকুর, অধ্যাপক সুজিত চট্ট পাধ্যায়, নিতাই মুখার্জি, প্রদীপ ব্যানার্জী, সুজিত চক্রবর্তী, মানব সরকার হাজির ছিলেন, সংগীত পরিবেশন করেন স্বাগতা বন্দ্যোপাধ্যায়, শুক্লা গাঙ্গুলী, সুব্রত চক্রবর্তী, উদিত সিংহ, তাপস ভূষণ সেনগুপ্ত, রুবি আজমী, সমাপ্তিকা মন্ডল, করবি ঘোষ, মিতা মন্ডল, কাজল সাহা, রিঙ্কু দে, মণিদীপা মজুমদার, শুভশ্রী বোস, মধুমিতা পিরি, সৌম মন্ডল, শুভ্রা সরকার, পূর্বাশা ভান্ডারী, রুমা গুহ, মৌসুমী সাহা, অনামিকা কোনার, স্মৃতি কণা রায়, ডলি হোসেন।

 

Advertisement

অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়ন্তি হাজরা পাল, অধ্যাপিকা সুদত্তা ব্যানার্জী, কৃষ্ণা ব্যানার্জী, লক্ষণ দাস ঠাকুর, সাংবাদিক অপূর্ব দাস অনুষ্ঠান পরিচালনা তে সহ যোগিতা করেন।আজকের বসন্ত উৎসব মিলন মেলায় পরিণত হয়, পৌরপতি পরেশ সরকার সাহিত্য পরিষদ এর এই ধরণের অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, সাহিত্য পরিষদ বর্ধমানের বুকে খুব ভালো কাজ করে চলেছে, বহু মানুষ জড়ো হচ্ছেন, সবাই কে তিনি বাসন্তীক শুভেচ্ছা জানান, আইনজীবী সঞ্জয় ঘোষ ও উদয় কুমার কোনার সবাই কে স্বাগত জানান।

Advertisement