১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

রাজ্য স্তরে যোগাসন প্রতিযোগিতা

পাপিয়া বারুই :রাজ্য স্তরের যোগাসন বাঁকুড়ায়

ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বাঁকুড়া জেলা যোগ অ্যাসোসিয়েশনের পরিচালনা য় অরবিন্দবাবু ব্যায়ামাগারের সহযোগিতায় ছটি জেলার প্রতিযোগী নিয়ে ওয়েস্টার্ন জোন বি যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে ।বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,বীরভূম ও ঝাড়গ্রাম জেলার মোট ১৭৪ জন প্রতিযোগী অংশ নেয় ।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ চৌধুরী, রাজ্য যোগ সংস্থার সভাপতি সন্তোষ পাল ও সম্পাদক গৌতম সিনহা,‌অরবিন্দ ব্যায়ামাগার এর সম্পাদক সিদ্ধার্থ সেন জেলা যোগ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ডঃতরুন চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক রবীন মণ্ডল ।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

প্রতিযোগিতায় যারা প্রথম হয়েছেন যথা দীপ্তাংশু সিনহা,সম্প্রীতি চ্যাটার্জী ,সম্বিত রানা, ইপ্সা

সেনগুপ্ত, মৃত্তিকা ভট্টাচার্য সায়েরী ভ দ্র,রোহন লাল জয়সোওয়াল ,লক্ষীকান্তের আদক ও রুম্পা ঘোষ ।সফল প্রতিযোগীরা আগামী১৪ই মে কলকাতায় প্রতিযোগিতা য় যাবার সুযোগ পেলো। সফল প্রতিযোগীদের হাতে মানপত্র ও মেডেল তুলে দেওয়া হয।সকলের সহযোগিতায় প্রতিযোগিতাটি সুষ্ঠু ভাবে শেষ হয়

Advertisement