১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পশ্চিমবঙ্গ কল্পতরু শিল্পী সংসদের রাজ্য ও জেলা সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা :আজ পশ্চিমবঙ্গ কল্পতর শিল্পী সংসদের দ্বিতীয় রাজ্য সম্মেলন ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বাঁকুড়া রবীন্দ্রভবনে, সেখানে বিভিন্ন জেলা ও ব্লক থেকে প্রায় ৫০০ জন সদস্য ও সদস্যা উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্যমন্ডিত করলেন , সম্মেলন কমিটির সভাপতি অপূর্ব কৃষ্ণ মন্ডল ও সম্মেলন কমিটির সম্পাদক সত্য প্রসাদ মুখার্জী, রবি বাগদি সহ উপদেষ্টা শ্রী কল্যাণ কুমার কিষ্কু,শ্রী জয়দেব চক্রবর্তী, রাজ্য সভাপতি কৃষ্ণপদ পন্ডা , রাজ্য সম্পাদক আনন্দময় রায়, কোষাধক্ষ্য শ্রীনিতাই রায়, জেলা কমিটির উপদেষ্টা ডঃ অন্নদা প্রসাদ ভট্টাচার্য ও ড: পাপিয়া অধর্য, জেলা সভাপতি অমিতাভ মুখার্জি, জেলা সম্পাদক সঞ্জয় পাত্র সহ রাজ্য ,জেলা ও ব্লক স্তরের সদস্যরা একত্রিত হয়ে আজ যেনো রবীন্দ্র ভবনে শিল্পীদের চাঁদের হাট বসেছে

 

Advertisement

 

 

Advertisement

 

সম্মেলন কমিটির সভাপতি অপূর্ব কৃষ্ণ মন্ডল বলেন শিল্পীদের মন অনেক বড় তাই শিল্পীদের কেই একত্রিত হয়ে ব্রতী হতে হবে সমাজ কল্যাণের কাজে, সাথে সাথে শিল্পীদের শিল্পচর্চাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য বিভিন্ন জেলায় ও ব্লকে আমাদের ওয়ার্কশপ করতে হবে, এছাড়াও শিল্পীদের পরিবারের সকলকে ভালো রাখার জন্য বিভিন্ন জায়গায় হেল্থ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে

Advertisement

উপদেষ্টা কল্যান কুমার কিস্কু বলেন কল্পতরু শিল্পী সংসদের সদস্যদের হাতে হাত রেখে সংকল্প করতে হবে,কল্পতরু নামক যে গাছটি আমরা রোপন করেছি তাকে অনেক বড় করতে হবে ,তার জন্য আমাদের ধৈর্যের প্রয়োজন

Advertisement