১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের মাসিক দ্বিতীয় সভা

নিজস্ব সংবাদদাতা :শনিবার বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে মাসিক দ্বিতীয় সাহিত্য সভা অনুষ্ঠিত হয় নিজস্ব ভবনে।

 

Advertisement

বিকাল পাঁচটা থেকে রাত আট টা পর্যন্ত অনুষ্ঠান চলে, পনেরোই আগাস্ট ৭৭ তম স্বাধীনতা দিবস গেছে, সেই সপ্তাহে বিপ্লবী বীর দের স্বরণ করে লেখক, কবি, সাহিত্যিক, গানের শিল্পীরা শ্রদ্ধা জানান স্মৃতি চারণা, কবিতা ও গানের মধ্যে দিয়ে, সাংবাদিক উদিত সিংহের সুচারু ভাবে পরিচালনায়।

 

Advertisement

 

 

Advertisement

বিপ্লবীদের স্মৃতি চারণাতে অংশ নেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, গবেষক বিদ্যা ভূষণ ভট্টাচাৰ্য, লেখক দেবনাথ মুখার্জি, সমাপ্তিকা মন্ডল, সৌম পাল, মুসারফ আজম, সবিতা চট্ট পাধ্যায়, গান ও কবিতা পাঠে অংশ নেন সুষমা মিত্র, তাপস ভূষণ সেনগুপ্ত, লক্ষণ দাস ঠাকুরা, অশোক বর্মন, স্মৃতি কণা রায়, রুবি আজমী, মিতা মন্ডল, শুভ্রা সরকার, চন্দনা সরকার, প্রীতি বিশ্বাস প্রমুখ, আবহাওয়া খারাপ থাকা থাকলেও অনেকের উপস্তিতিতে মনোরম অনুষ্ঠান হয়।

Advertisement