১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

সাহিত্য পরিষদের সভা

মান্টি ব্যানার্জি :বঙ্গীয় সাহিত্য পরিষদ এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য এর উদ্যোগে মাসিক দ্বিতীয় সাহিত্য সভা অনুষ্ঠিত হলো।

 

Advertisement

 

সম্পাদক কাশী নাথ গাঙ্গুলির সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে মা সরদার জন্ম সপ্তাহে সারদা মা, শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ কে নিয়ে মনোগ্য বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক, নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর, সুন্দর বাচন ভঙ্গিতে সকলে মুগ্ধ হন | বিপ্লবী রাসবিহারী ঘোষের জন্মদিন এ স্মৃতি চারণা করেন সাহিত্য গবেষক বিদ্যাসুন্দর ভট্টাচাৰ্য, আজ কবি বেনজির নাজের একটি কাব্য গ্রন্থ প্রকাশ পায় সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, দেবেশ ঠাকুর, কবি, সাহিত্যিক নিখিল চক্রবর্তী, নিতাই মুখার্জি র হাত ধরে |

Advertisement

 

 

Advertisement

 

সংগীতে অংশ নেন, প্রীতি বিশ্বাস, স্বাতী ব্যানার্জি, রিতা সাউ, সুনন্দা ভট্টাচাৰ্য, সবিতা চট্ট পাধ্যায়, স্মৃতি কণা রায় | কবিতা পাঠে অংশ নেন সুধীর হাজরা, দেবনাথ মুখার্জি, সুজিত চক্রবর্তী, মন্দিরা মুখার্জি, লক্ষণ দাস ঠাকুরা, অশোক বর্মন তাপস ভূষণ সেনগুপ্ত, বেনজির নাজ, অরুন শিকদার, সন্দীপন গুপ্ত, রথীন পার্থ মন্ডল, কাকলি মজুমদার রত্না সরকার প্রমুখ | কবি, সাহিত্যিক, গানের শিল্পীদের উপস্তিতি তে আজকের অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।

Advertisement