১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

জঙ্গলমহলের রায়পুর ব্লকে সংবিধান দিবস পালন হল

আজকে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের ব্লক রায়পুর বালিকা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাঁকুড়া জেলার নেহরু যুবক কেন্দ্রের উদ্যোগে বাঁকুড়া প্রীতির সহযোগিতায় রায়পুর বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং ঋক যোগা শ্রম সমিতির সহযোগিতায় পালন হলো জাতীয় সংবিধান দিবস।

প্রথমে এই দিন কে কেন্দ্র করে শপথ বাক্য পাঠ করা হয় উপস্থিত অংশগ্রহণকারীদের।

Advertisement

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রায়পুর থানার পুলিশ অফিসার সায়ন পানিক, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক,

পরীক্ষিত কামিল্যা,শিক্ষক রাধামাধব মুখার্জী ,

Advertisement

রায়পুর অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের কর্মী,

সৌরভ ভূঁইয়া ,শিক্ষক,

Advertisement

অর্ধেন্দু মুখার্জী,সুদীপ্ত চ্যাটার্জী, হাই স্কুলের,অমিত জানা , শ্যামলী সিনহা,ঋক যোগ পরিবারের থেকে

গৌতম বিশ্বাস,এবং শ্যামলী

Advertisement

বিশ্বাস।

এদিনের এই কর্মসূচিতে সহায়তা করে,

Advertisement

 

রায়পুর উচ্চ বিদ্যালয়,বালক প্রাথমিক বিদ্যালয় এবং নিমডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং রায়পুর বালিকা প্রাথমিক বিদ্যালয়।

Advertisement

আজকের এই অনুষ্ঠানে,

ভারতের সংবিধানের ওপর প্রশ্ন উত্তরের পর্ব ছিলো, সঠিক উত্তরদাতাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় তাদের হাতে।সঙ্গে ফল এবং মিষ্টি।

Advertisement

বক্তারা তাদের বক্তব্যে এই দিন সম্পর্কে তাৎপর্য ব্যেখা করেন।

Advertisement