১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বর্ধমানে নতুন জেলাশাসক হলেন কে রাধিকা আইয়ার

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৩ মার্চ – শনিবার পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দায়িত্ব নিলেন কে রাধিকা আইয়ার। তিনি কলকাতার এনভায়রনমেণ্টাল ইম্প্রুভমেণ্ট ইনভেষ্টমেণ্ট প্রোগ্রামের প্রোজেক্ট ডিরেক্টর ছিলেন। এদিন বিকালে বিদায়ী জেলাশাসক বিধানচন্দ্র রায় তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন।

 

Advertisement

 

কে রাধিকা আইয়ার এর আগে বাঁকুড়ার জেলাশাসক হিসাবেও দায়িত্ব সামলেছেন। উল্লেখ্য, গত কয়েক মাসে এনিয়ে ২ বার জেলাশাসক বদল হল। এর আগে জেলাশাসক হিসাবে পূর্ণেন্দু মাজীকে বীরভূমে বদলী করা হয়। অন্যদিকে, বীরভূম থেকে বিধানচন্দ্র রায়কে পূর্ব বর্ধমানে নিয়ে আসা হয়। এরই মাঝে হুগলীর জেলাশাসক মুক্তা আর্যকে পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসাবে বদলী করার নির্দেশ জারী করলেও তা প্রত্যাহার করা হয়। এরপর ফের বিধানচন্দ্র রায়কে সরিয়ে কে রাধিকা আইয়ার জেলাশাসক হিসাবে শনিবার কাজে যোগ দিলেন।

Advertisement