১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

মুক্ত বায়ু ভ্রমণ শিবির

সৌমি মন্ডল ,জঙ্গলমহল :বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ আজ থেকে ৫০ বছর আগে বাঁকুড়া শহরের বেশ কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও স্বাধীনতা সংগ্রামী হাত ধরে জন্ম হয়েছিল এই সংস্থাটির এটি বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ একটি জেলা শাখা ৫০ বছর ধরে এই ক্রীড়া সংস্থা টি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে জেলায় সুনাম অর্জন করেছে।
ক্রীড়া ও সংস্কৃতির সাথে সাথে বছরে একদিন সংঘের সদস্য সদস্য সহ পরিবারের লোকজনদের নিয়ে মুক্ত বায়ু ভ্রমণ শিবিরে বের হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি, এবার সংঘের পক্ষ থেকে ৬০ জন ভ্রমণপিপাসুদের নিয়ে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের পাহাড়ের কোলে কংসাবতী নদীর ধারে মুক্তবায়ু ভ্রমণ শিবিরে এসেছিলেন। এখানে ভ্রমণের সাথে সাথে সংস্কৃতির চর্চা ও অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি করেন কবি ভজন দত্ত। সৌরভ বসু, মনীষা মহন্ত, মানসী মহন্ত, জয়ী বসু, কৌশিকী বসু, অনুষ্কা মন্ডল, সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া পুরো টীম কে পরিচালনা করেন অসীম বাবু। মুক্ত বায়ু ভ্রমণ প্রসঙ্গে সংঘের সম্পাদক রবিন মন্ডল বলেন সারা বছর তো বিভিন্ন কাজের মধ্যে ডুবে থাকি একটা দিন সকলে মিলে আনন্দ করে হৈ-হুল্লোড়ে কাটাই বনভোজনে মেতে উঠি আমাদের সংঘের গান গেয়ে —একই মত একই পথ আমরা বোন আর ভাই, হিংসা বিদ্বেষ ভুলে মোরা থাকতে সবাই চাই। সংঘের বর্ষিয়ান সদস্য দিলীপ দত্ত বলেন, আমরা এভাবেই ৫০ বছর অতিক্রম করলাম। প্রতিবছর আমাদের একটি করে সাত দিনের শরীর শিক্ষার আবাসিক শিবির হত, বিভিন্ন কারণে এখন তা হয়ে ওঠেনি ।তবে বর্তমানে অনাবাসিক শিবির হয়ে থাকে সঙ্গীত মুক্ত বায়ু ভ্রমণ শিবির একটি বিশেষ অঙ্গ। প্রতিবছর প্রায় হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

Advertisement