১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রেস কর্নারে উদার আকাশ প্রকাশনের ছয়টি গ্রন্থের উদ্বোধন

নূতন ভোরের প্রতিবেদন : আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রেস কর্নারে ৫ মার্চ ২০২২ শনিবার উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত বিশিষ্ট কলামিস্ট ও প্রাক্তন সাংসদ মইনুল হাসান-এর লেখা প্রবন্ধ সংকলন “শতবর্ষে স্মরণ”, মানবেন্দ্র সাহার উপন্যাস “অন্তরীণ”, মুসা আলি’র উপন্যাস “অচেনা আকাশ”, রাশিদুল বিশ্বাস-এর গল্পগ্রন্থ “এক আঁজলা ভৈরব”, বাইজিদ হোসেন-এর দুটি গ্রন্থ “রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে নবজাগরণ ও রোমান্টিক ভাবনার প্রভাব এবং তোমাকে হারাইনি কখনো”, উদ্বোধন করলেন বিশিষ্ট কবি শ্রী সুবোধ সরকার, প্রাক্তন মন্ত্রী ও কলামিস্ট শ্রী পুর্ণেন্দু বসু, বিশিষ্ট লেখক দেবাশিস পাঠক, নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর, অধ্যাপক ও গবেষক শেখ মকবুল ইসলাম, ফারুক আহমেদ সম্পাদক ও প্রকাশক উদার আকাশ।

কবিতা পাঠ করেন কবি শীলা বিশ্বাস, তাজিমুর রহমান, সুনেন্দু পাত্র। অধ্যাপিকা শর্মিষ্ঠা সিনহার গ্রন্থ “নেত্রী যখন কবি” উদ্বোধন করেন কবি সুবোধ সরকার।

Advertisement

 

ফারুক আহমেদ বলেন, সাহিত্য সেবায় সমাজকল্যাণে উদার আকাশ পত্রিকা ও প্রকাশন সংস্থা ২১ বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলেছে।

Advertisement