১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

ভারতবর্ষের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতারণা

নূতন ভোরের প্রতিবেদন : ভারতবর্ষের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতারণার ঘটনা এবার হায়দ্রাবাদে। হাইটেক সিটি নামে পরিচিত হায়দ্রাবাদ যা বিশ্বের মানুষের কাছে সাইবারাবাদ বলে পরিচিত সেই সাইবারাবাদে 12 কোটি টাকার প্রতারণার ঘটনায় উত্তাল সারাদেশ। এই ই- প্রতারণা পুরোটাই ঘটেছে ব্যাংকের সার্ভারকে হ্যাক করে। ব্যাংকের কর্মীদের বক্তব্য গত 25 জানুয়ারি তারা যখন ব্যাংকে ইন্টারনাল অডিট চেক করছিলেন তখনই এই প্রতারণার বিষয়টি তাদের নজরে আসে। অন্ধ্রপ্রদেশের অন্যতম বৃহৎ এই মাহেশ কো-অপারেটিভ ব্যাংক এর শাখা ভারতবর্ষে প্রায় চারটি রাজ্যে ছড়িয়ে আছে এবং শাখার সংখ্যা 45। ইন্টারনাল অডিট এর সময় ব্যাংকের প্রধান শাখার কর্মীরা লক্ষ্য করেন ব্যাংকের মূল অ্যাকাউন্ট থেকে 12 কোটি টাকা হ্যাক করে ওই 45 টি শাখা সহ আরও প্রায় 55 টি অন্য ব্যাংকের শাখায় অর্থ ট্রান্সফার করা হয়েছে। বিষয়টি নজরে আসতে সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ হায়দ্রাবাদ পুলিশকে জানায়। হায়দ্রাবাদ পুলিশের সাইবার সেল বিষয়টি তদন্ত শুরু করেছে।
এদিকে দেশের অন্যতম বৃহৎ এই সমবায় ব্যাংকে মূলধন আছে গ্রামীণ অন্ধপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যের কয়েক লক্ষ মানুষের। নিজেদের গচ্ছিত অর্থের প্রচারণা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় তারা। গতকাল ছুটির দিনেও বহু মানুষকে দেখা গেছে ব্যাংকের শাখা গুলির সামনে দাঁড়িয়ে থাকতে যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি প্রত্যেকের অর্থ ব্যাংকের কাছে সুরক্ষিত। এ বিষয়ে ব্যাংকের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তারা।(সৌজন্যে : সাইবার সচেতনতা গ্রুপ, পূর্ব বর্ধমান)

Advertisement