১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

এগরা কান্ডের পর বেআইনি বাজি ধরতে তৎপর হুগলি গ্রামীন পুলিশ

রাকেশ চক্রবর্তী :এগরা কান্ডের পর বেআইনি বাজি ধরতে তৎপর হুগলি গ্রামীন পুলিশ,উদ্ধার প্রায় ৭০০ কেজি বাজি, ৭০ কেজি বাজি তৈরীর মশলা।গ্রেফতার ১১ জন। যার মধ্যে চন্ডীতলার বেগমপুর থেকেই উদ্ধার হয় ৬০০ কেজি বাজি।

 

Advertisement

 

 

Advertisement

 

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,হুগলির চন্ডীতলা,সিঙ্গুর,ধনিয়াখালী,খানাকুল,হরিপাল সহ একাধিক জায়গায় বেআইনি বাজি তৈরী হয়।এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে নয় জনের মৃত্যু হয়।যা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এই ঘটনার পর বেআইনি বাজি তৈরী হয় যেসব জায়গায় সেখানে তল্লাসী শুরু করে হুগলি গ্রামীন পুলিশ।গতকাল রাতে বেগমপুরের খরসরাই এলাকায় তল্লাসী চালিয়ে বিপুল বাজি আটক করে পুলিশ।যার মধ্যে অনেক শব্দ বাজিও রয়েছে বলে সূত্রের খবর। বাজি তৈরীর মশলাও উদ্ধার হয়। পাঁচজনকে গ্রেফতার করে।

Advertisement

 

 

Advertisement

 

হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ বলেন,নটি থানা এলাকায় তল্লাসী চালিয়ে ৭০০ কেজি বাজি আটক করা হয়।এগারো জন যারা বাজি তৈরীর সঙ্গে যুক্ত তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়।

Advertisement