১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

কলেজ স্ট্রিট বইপাড়ায় অভিযান বুক ক্যাফের উদ্বোধন

সংবাদদাতা: কলেজ স্ট্রিট বইপাড়ায় অভিযান বুক ক্যাফের পথ চলা শুরু হল। বুক স্টোর ও ক্যাফে এখন একটি জনপ্রিয় ধারা। সেই ধারায় শুধুমাত্র নতুন একটি সংযোজন না হয়ে অভিযান বুক ক্যাফে অনন্য হয়ে উঠল সমগ্র স্টোর জুড়ে বাংলা প্রকাশনা ও মুদ্রণের ২৪৪ বছরের ইতিহাসকে ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে। একটি প্রায় একশো বছরের পুরোনো ছাপার মেশিন রাখা হয়েছে স্টোরের মধ্যে। দেওয়ালে দেওয়ালে ছবিতে দুবাংলার মুদ্রণ ও প্রকাশনার অসামান্য অবদান রাখা ব্যক্তিবর্গ ও সংস্থার ছবি, তাঁদের কাজের ছবি। চায়ের কাপে বাংলার প্রথম মুদ্রণের বর্ণমালা।

 

Advertisement

 

 

Advertisement

 

প্রদীপ জ্বালিয়ে অভিযান বুক ক্যাফের সূচনা করেন প্রকাশক সুধাংশুশেখর দে, লেখক কমল চক্রবর্তী, অমর মিত্র, কলকাতা লিটলম্যাগাজিন গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত, বাংলাদেশের দুই প্রকাশক দীপঙ্কর দাস, মনিরুজ্জামান মিন্টু, বাঁধাইকর্মী অসীম দাস, প্রেসকর্মী দীপঙ্কর, দুই পাঠক তন্ময় মুখার্জি ও সৌম্যজিৎ। উপস্থিত ছিলেন প্রকাশক রূপা মজুমদার, নূর ইসলাম, কবি রুদ্র গোস্বামী, বাসব দাশগুপ্ত, লেখক সমীরণ দাস, সুকান্তি দাস, শুদ্ধসত্ত্ব ঘোষ-সহ প্রায় দুশো পাঠক এসেছিলেন এদিন।

Advertisement

 

প্রকাশন সংস্থা অভিযান পাবলিশার্স ইতিমধ্যে দাগ কেটেছে পাঠক দরবারে।

Advertisement