১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

খাতড়ার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের স্মারকলিপি

তন্ময় চৌধুরী, খাতড়া :খাতড়ার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল বামেরা।

 

Advertisement

প্রতি বুথে ১০০ দিনের কাজ চালু , ঐ প্রকল্পে বকেয়া মজুরী প্রদান ও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা করা সহ বেশ কিছু দাবীতে আন্দোলনে নামলো এআইকেএস, এআইএডাবলু ইউ, সিটু।

 

Advertisement

মঙ্গলবার ঐ সংগঠন গুলির যৌথ মঞ্চের তরফে খাতড়ার বৈদ্যনাথপুর গ্ৰাম পঞ্চায়েতে গণ ডেপুটেশান দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা।

Advertisement