১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

পদ্মে দাঁড়িয়ে মমতা,পায়ের কাছে অমিত শা,বিজেমূল বোঝাতে রিষড়ায় দেওয়াল লিখনে বিতর্ক! তড়িঘড়ি মুছে ফেলার সিদ্ধান্ত সিপিআইএম এর।

হুগলি, রাকেশ চক্রবর্তী : রিষড়া বাঙুর পার্কে শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে দেওয়াল লেখা হয়।সেখানেই কার্টুন আঁকা হয়।বিজেপি তৃনমূলের সেটিং বোঝাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছবি আঁকে বাম কর্মিরা।মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদ্মফুলের উপর দাঁড়িয়ে আছেন এক হাতে তৃনমূলের প্রতিক জোরা ফুল নিয়ে।তার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন অমিত শা।এই কার্টুন জাতীয় ফুলের অবমাননা বলে অভিযোগ বিজেপির।স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী পদ্মফুল শুধু বিজেপির প্রতিক না দেশের জাতীয় ফুলও বটে।তাই কারোও পায়ের নীচে এই ছবি অবমাননাকর।সিপিআইএম এসব করে প্রচারে থাকতে চাইছে।আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো,বলেন রিষড়া পুরসভার বিজেপি কাউন্সিলর শশি সিং।

 

Advertisement

 

 

Advertisement

 

রিষড়া যুব তৃনমূল সভাপতি দীপশঙ্কর দত্ত বলেন,বাম রাম সেটিং সবাই দেখেছে ২০১৯ সালে কি হয়েছিল।আর বিজেপি জাতীয় ফুলের কথা বলছে তাদের পতাকায় থাকে পদ্মের ছবি সেগুলো যখন রাস্তায় নর্দমায় গড়ায় তখন অবমাননা হয়না।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

সিপিআইএম এর স্থানীয় নেতা প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, কর্মিরা ভুল করে লিখে ফেলেছে।আমরা মুছে দেব।এটা করা ঠিক হয়নি।।।

Advertisement