১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

উদার আকাশের গ্রন্থ প্রকাশ

নূতন ভোরের প্রতিবেদন :প্রেসিডেন্সি কলেজ ও হুগলী মহসিন কলেজের প্রাক্তন অধ্যাপক ড. সা’আদুল ইসলামের গল্পগ্রন্থ ‘গ্রাস গান অশ্রু’ বইয়ের মোড়ক উন্মোচন করেলন সোনারপুরে প্রখ্যাত কথাসাহিত্যিক আবুল বাশার, এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল, সুন্দরবন মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. সুব্রত মজুমদার, অধ্যাপক ড. মুঈদুল ইসলাম এবং কবি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক লিটন রাকিব। বইটির প্রকাশক উদার আকাশ।

শনিবার উদার আকাশ প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ বলেন, গ্রাম বাংলার সাহিত্য প্রতিভা কচুপাতার উপর জলের চেয়েও ক্ষণস্থায়ী, নাড়া না দিলেও এমনিই যায় পড়ে। যারা ব্যতিক্রম তারা লড়াই করে টিকে থাকে। ঘটকপুকুর থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে উদার আকাশ পত্রিকা। আমাদের প্রকাশনা সংস্থা থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে নানান বিষয়ের উপর লেখা বই। ইতিমধ্যে উদার আকাশ প্রকাশনের গ্রন্থ উভয় বঙ্গে পাঠক দরবারে সমাদৃত হয়েছে।

Advertisement