১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

প্রয়াত ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়া

নূতন ভোরের প্রতিবেদন :সোমবার দুপুরে বেলা ১২টার কিছু পরে হায়দ্রাবাদের একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন বাঁকুড়ার ৯ বারের সাংসদ(১৯৮০ থেকে ২০১৪) বাসুদেব আচারিয়া মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮১ বছর।

 

Advertisement

 

 

Advertisement

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বিকেল ৫টায় বাঁকুড়া স্কুলডাঙ্গা সিপিআইএম জেলা দপ্তর থেকে একটি শোক মিছিল বের হয়ে স্কুলডাঙ্গা, ঈদগামহল্লা, কালীতলা, মাচানতলা এলাকা পরিক্রমা করে স্কুলডাঙ্গায় এসে শেষ হয়। পার্টিকর্মীরা ছাড়াও ওনার অনেক গুণগ্রাহীও এই শোক মিছিলে সামিল হন। এই মিছিলের পুরোভাগে ছিলেন অজিত পতি,অভয় মুখার্জী, কিঙ্কর পোশাক, প্রতীপ মুখার্জী, শিউলি মিদ্যা প্রমুখ।জন্ম ১৯৪২ এর ১১ই জুলাই – পুরুলিয়া জেলার আদ্রা সংলগ্ন বেরো গ্রামে।

 

Advertisement

 

পেশাগতভাবে ছিলেন আদ্রার নিগমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক পরে চাকুরি ছেড়ে দিয়ে হন পার্টির সর্ব্বক্ষনের কর্মী।

Advertisement

 

 

Advertisement

 

সামলেছেন পুরুলিয়া স্কুল বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব।

Advertisement

১৯৮০ থেকে পরপর ৯টি নির্বাচনে জিতে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন বাঁকুড়া থেকে নির্বাচিত সাংসদ।

ছিলেন পার্লামেন্টারি কমিটি অন রেলওয়েজের চেয়ারম্যান। এছাড়াও ছিলেন কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, কমিটি অন এগ্রিকালচার ও কমিটি স্মল এন্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

Advertisement

 

 

Advertisement

ছিলেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৮২ বছর।

Advertisement