১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অভিনব কর্মশালা

নূতন ভোরের প্রতিবেদন : ৭ জানুয়ারি ২০২৩  দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর সোনাঝিলে অবস্থিত শিশু শ্রমিক বিদ্যালয় ‘বিবেকানন্দ এডুকেশনাল সোসাইটি ফর চিলড্রেন’-এ অনুষ্ঠিত হল একদিনের অভিনব কর্মশালা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের প্রধান, অধ্যাপিকা দেবযানী গুহ মহাশয়ার উদ্যোগে ‘রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান’-এর অন্তর্ভুক্ত এই সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য ছিল মেয়ে শিশু শ্রমিক ও তার পরিবারকে প্রাথমিক শিক্ষার আবশ্যিকতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের ভবিষ্যত জীবিকার উপযোগী সহজ বৃত্তিমূলক কাজের সন্ধান দেওয়া।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

উক্ত কর্মশালায় হাতে কলমে নিত্য ব্যবহার্য উপকরণ দিয়ে কম খরচে পরিবেশবান্ধব পথে গৃহসজ্জাসামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন কলকাতার হস্তশিল্প প্রশিক্ষিকা ড. মধুপর্না ভট্টাচার্য্য। ড. গুহ এবং শিক্ষাবিজ্ঞান বিভাগের গবেষক-গবেষিকাবৃন্দ সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন। কচিকাঁচা ও তাদের অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্কুল কর্তৃপক্ষের তরফে তপতী ঘোষ, সবিতা ঘোষ, রিনা ঘোষ, কৃষ্ণা গোস্বামী ও নিরাপদ নস্কর ভবিষ্যতে-এ জাতীয় আরও গঠনমূলক কর্মসূচী নেবার আবেদন জানান। এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল মহাশয়।

Advertisement