১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

“WORLD NGO DAY” উপলক্ষে উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির অভিনব উদ্যোগ

নূতন ভোরের প্রতিবেদন : “WORLD NGO DAY” উপলক্ষে উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান জেলা ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ ১৭ টি NGO নিয়ে অনুষ্ঠিত হলো এক অভিনব মিলন মেলা।

 

Advertisement

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত , যোগ শিক্ষক প্রণব কুমার রক্ষিত, সারদা আশ্রম সুভাষপল্লীর স্বামী ত্রিদেবানন্দজি মহারাজ। 2024 এর থিম ” Building a sustainable future” অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপরে কাজ করে চলা সংগঠনগুলির হাতে অনুষ্ঠান মঞ্চে থেকে স্মারক, পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

Advertisement

 

 

Advertisement

সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার, বলেন স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে NGO গুলির মধ্যে সমন্ব্যয় একান্ত আবশ্যক। আজকের অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্য, পুষ্টি, পশুপ্রেম, শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করে চলা বিভিন্ন সংগঠন যেমন বর্ধমান সহযোদ্ধা, অঙ্কুর, আমরা সবাই সংঘ, মানুষের মানুষের জন্য, Speed, রান্নার পাঠশালা, Switch on ইত্যাদির সদস্যরা ।

 

Advertisement

 

 

Advertisement

উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সুদীপ মন্ডল, নার্গীস লায়েক, মনীষা মন্ডল, মনীষা দাস, ঝিলিক গুপ্ত প্রমুখরা

Advertisement