১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

আমিই নজরুলের বিশেষ আয়োজন ‘নজরুলচর্চা ফেরদৌস আরা’

ফারুক আহমেদ : নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরার জন্মদিন উপলক্ষে মুক্ত আসর–স্বপ্ন ’৭১ প্রকাশন নিবেদিত নজরুল গবেষণা ও চর্চা কেন্দ্রের উদ্যোগে অনলাইনে আয়োজন করা হয় ‘নজরুলচর্চায় ফেরদৌস আরা’।

অনুষ্ঠানের জীবনকর্ম নিয়ে স্মৃতিচারণা করেন শিল্পী ফেরদৌস আরা। সংগীত পরিবেশনা ও আলোচনা করেন ভারতের কলকাতার সংগীতশিল্পী মঞ্জুষা চক্রবর্তী, আবৃত্তিশিল্পী মধুমিতা বসু ও সাইকা ইসলাম।

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

ফেরদৌস আরা বলেন, ‘আমি কি বলে যে ধন্যবাদ দিব, বুঝতে পারছি না। আমি এই ধরণের অনুষ্ঠানে মূলত আসি না। নতুন প্রজন্ম যেন কোথাও থেমে না যায়, তাদের জন্য এই আয়োজনের উপস্থিত থাকা।আজকে আমরা যার জন্য এসেছি, তিনি হলেন আমাদের নজরুল। ‘আমিই নজরুলে’র এই উদ্যোগটি বোনাস আনন্দ হিসেবে এই জন্মদিনে পেয়ে গেলাম। তাদেরকে অনেক অনেক ভালোবাসা।’

 

Advertisement

 

 

Advertisement

 

আমিই নজরুলের পরিচালক আবু সাঈদ বলেন, ‘২০১৮ সাল থেকে আমরা নজরুলের চেতনা, চিন্তা–ভাবনা তরুণদের ছড়িয়ে দেওয়া জন্য আমিই নজরুল কাজ করে যাচ্ছে। নজরুলের নানা বিষয়ক আলোচনা, আন্তর্জাতিক নজরুল উৎসব, নজরুল পাঠসহ নানা কর্মসূচি। নজরুলসংগীতের প্রখ্যাতশিল্পী ফেরদৌস আরার তাঁর জন্মদিনে এমন আয়োজন করতে পেরে আমরা সৌভাগ্যবান।’

Advertisement

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অঙ্কিত।

Advertisement