১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বিনামূল্যের ডায়েট ক্যাম্প প্যায়ারার

নিজস্ব সংবাদদাতা :বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২০শে আগস্ট সেহারাবাজারের স্কুল রোড এলাকায় আয়োজিত হলো বিনামূল্যে ডায়েট ক্যাম্পের ।

 

Advertisement

 

 

Advertisement

এই ক্যাম্পে পথ চলতি সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও শারীরিক সমস্যার কথা বিবেচনা করে বিশিষ্ট ডায়েটিশিয়ানরা ডায়েট চার্ট প্রদান করেন। বিশিষ্ট ডায়েটিশিয়ান সুদীপ মন্ডল,লাবনী ভট্টাচার্য, মহম্মদ শফিকুর রহমান ,নার্গিস লায়েক ও গার্গী গাঙ্গুলি প্রমুখরা ওষুধের খরচ কমিয়ে সহজলভ্য স্থানীয় খাবারের মাধ্যমে সুস্থ থাকার উপায় সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করেন। এই সংস্থা প্রতি মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ও গ্রামে খাদ্যাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছে। সংস্থা সম্পাদক প্রলয় মজুমদার জানান , সারা ভারতবর্ষ জুড়ে কোভিড পরবর্তী সময় থেকে রোগপ্রবনতা বৃদ্ধি পেয়েছে সাথে ওষুধের খরচ খাবারের খরচের দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে , তাই আগের থেকে খাবার সম্পর্কে সচেতন থেকে সুস্থ জীবন উপহার দিতেই আমাদের এমন উদ্যোগ।

 

Advertisement

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঐন্দ্রিলা সাধু খাঁ, চৈতালি ঘোষ,দ্যুতি কোনার, সুদীপ মন্ডল প্রমুখ।

Advertisement