১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

বনমহোৎসবে গাছের চারা প্রদান

সঞ্জয় ঘটক :বনমহোৎসব উপলক্ষে বাঁকুড়া জেলার জঙ্গল মহল সারেঙ্গা ব্লকের বাঁকুড়া দক্ষিন বনবিভাগের সারেঙ্গা বনাঞ্চলের পক্ষ থেকে এলাকার বেশ কয়েকটি ক্লাব গুলিকে দেওয়া হলো বিভিন্ন রকম গাছের চারা ।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

আজ এই গাছের চারাগুলো এলাকার ক্লাবগুলির হাতে তুলে দেন সারেঙ্গার বন আধিকারিক (রেঞ্জার)সুরজিৎ কুমার মজুমদার

Advertisement

এই প্রসঙ্গে সারেঙ্গার বন আধিকারিক সুরজিৎ কুমার মজুমদার।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

তিনি বলেন,দূষণ মুক্ত পরিবেশ গড়তে প্রচুর গাছ লাগান,এখন আমাদের বনমহোৎসব চলছে ১৪ জুলাই থেকে ২০জুলাই পযন্ত, প্রতিটি ব্যাক্তিকে ফলের চারা দেওয়া হবে এবং স্কুল,কলেজ ও ক্লাবগুলিকে বৃক্ষরোপনের জন্য চাহিদা মত বিভিন্ন রকমের গাছের চারা বিতরণ করা হবে । তিনি এও জানান পরিবেশের ভারসাম্যর রক্ষার স্বার্থে গাছ লাগান ।

Advertisement