১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

দিদির সুরক্ষা কবজ সারেঙ্গায়

সঞ্জয় ঘটক, সারেঙ্গা : সারেঙ্গায় তৃণমূল কংগ্রেসের দিদির সুরক্ষা কবচ কর্মসূচী। রাইপুর বিধানসভার সারেঙ্গা ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে অংশ নিলেন বাঁকুড়া জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা রাইপুর বিধান সভার বিধায়ক মৃত্যুঞ্জয় মূর্ম্মূ এবং জেলা ও ব্লক স্তরের পদাধিকারীরা। শনিবার বিক্রমপুরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হিসেবে ওই এলাকায় পৌঁছালেন বাঁকুড়া জেলার সভাধিপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সঙ্গে ছিলেন বাঁকুড়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ কুমার বাউরি, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মিশ্র, বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুদীপ ভকত, সারেঙ্গা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মেরি সদ্দার সহ জেলা নেতৃত্ব ,স্থানীয় নেতৃত্ব

ও কর্মী বৃন্দরা। এদিন প্রথমে বিক্রমপুর গ্রামে গিয়ে শিব মন্দির ও শীতলা মন্দিরে পূজো দিয়ে কর্মসূচীর সূচনা করেন। তারপর বিভিন্ন গ্রামের মানুষের সাথে জন সংযোগ সারেন। বিক্রমপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর সেখান থেকে আসনা গ্রামে যান। আসনাতে দলীয় পতাকা উত্তোলন হয় তার পাশাপাশি খয়ের পাহাড়ি গাড়রা হাইস্কুল পরিদর্শন করেন।

Advertisement