১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Advertisement

গানে আড্ডা মিষ্টি মুখে বর্ষবরণ সাহিত্য পরিষদে

নিজস্ব সংবাদদাতা : বঙ্গীয় সাহিত্য পরিষদার বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ এর উদ্যোগে নিজস্ব ভবনে অনুষ্ঠিত হলো ড.বি, আর আম্বেদকর এর জন্মদিবস পালন ও বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান, প্রতিকৃতি তে মাল্য দান এর অনুষ্ঠান শুরু হয়।

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

বি, আর, আম্বেদকর এর জীবনী নিয়ে ও বাংলা বর্ষ নিয়ে সুন্দর বক্তব্য রাখেন সম্পাদক কাশী নাথ গাঙ্গুলী, সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, নিখিল চক্রবর্তী, নিতাই মুখার্জি, সাংবাদিক মুশারফ আজম, অপূর্ব দাস, দেবনাথ মুখার্জি, সঞ্চালনায় ছিলেন কাশী নাথ গাঙ্গুলী ও সৌম পাল |

 

Advertisement

 

 

Advertisement

সুচারু পরিচালনায় কবিতা পাঠে অংশ নেন কবি লক্ষণ দাস ঠাকুরা, দীপেন শীল, শুক্লা গাঙ্গুলী, মিতা মন্ডল, কবি অরুন শিকদার, দীপা দে, পার্থ সারথি চৌধুরী, রমা কান্ত পাঁজা, মানব সরকার, শিশির ব্যানার্জী, তাপস ভূষণ সেনগুপ্ত, অশোক বর্মন, কবি বরুন মজুমদার, সুমিত্রা ভট্টাচাৰ্য, সুধীর হাজরা, সৌম পাল, সংগীত পরিবেশন করেন করবি ঘোষ, স্বাতী ব্যানার্জী, রাজলক্ষ্মী রায়, করবী মল্লিক, স্মৃতি কণা রায়, মিলি সান্যাল, যমুনা চ্যাটার্জী, সুনন্দা ভট্টাচাৰ্য, কবিতা, গান ও আলোচনা চক্রে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে, বিভিন্ন রকম মিষ্টি খাওয়ানো হয়।

Advertisement